জাতীয়

অতিরিক্ত শ্রেণি শাখা খোলার অনুমতি পেল ৩৬ প্রতিষ্ঠান

By daily satkhira

October 25, 2018

অনলাইন ডেস্ক: বেসরকারি ৩৬ প্রতিষ্ঠানকে অতিরিক্ত শ্রেণি শাখা খোলার অনুমতি দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি প্রতিষ্ঠানগুলোর তালিকাসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী এবং দিনাজুপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।

চিঠিতে বলা হয়, নিয়োগকৃত জনবলের বেতনভাতাদি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে পরিশোধ করার শর্তে প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত শ্রেণি শাখা খোলার অনুমতি প্রদানে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ১১টি, রাজশাহী বোর্ডেন অধীনে ১০টি, দিনাজপুর বোর্ডের অধীনে ৩টি এবং ময়মনসিংহ বোর্ডের অধীনে ১২টি প্রতিষ্ঠান রয়েছে।