ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক আয়োজন ও উৎসাহের মধ্য দিয়ে পালিত হলো বই উৎসব। শিক্ষাবর্ষের শুরুর দিনেই হাতে নতুন বই পেয়ে যারপরনাই খুশি শিশু শিক্ষার্থীরা। শিশুদের কলকাকলিতে জেলার সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করেছে গতকাল। যে বাড়িতেই স্কুলগামী শিশু আছে সে বাড়িতেই গতকাল পৌঁছে গেছে নতুন বই। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বই বিতরণের সংবাদ নিয়ে আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে একটি ডেস্ক রিপোর্টঃ
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় নিজস্ব প্রতিবেদক: “নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব” এই স্লোগানকে সামনে রেখে কুয়াশামাখা, শিশির স্নিগ্ধ সোনালি সকাল। শীতের মিষ্টি রোদের হাল্কা আঁচ নিতে নিতে যেন প্রস্ফুটিত হয়ে উঠছিল শতসহ¯্র মুকুল। রোববার শীতের সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে হাতে পেল নতুন বই। বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর ০২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বাঙালী জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে সরকার নানামুখী কর্মসূচী গ্রহণ করেছেন। বিশ্বের মধ্যে একমাত্র বাংলাদেশ-ই বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। এবছর ৪৪ লক্ষ ১৬ হাজার ৭শ’ ২৮ জন শিক্ষার্থীকে ৩৩ কোটি ৩৭ লক্ষ ৬২ হাজার ৭শ’ ৬০টি নতুন বই বিনামূল্যে বিতরণ করা হবে।’ বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, সমরেশ কুমার দাস, মো. আব্দুর রাজ্জাক, সিরাজুল ইসলাম প্রমুখ। বই উৎসবে এ বিদ্যালয়ের ৩য় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে ২ হাজার সেট নতুন বই তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মোমিন গাজী।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নিজস্ব প্রতিবেদক :“ শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নিষ্পাপ মুখের মিষ্টি হাসির সঙ্গে রঙিন বইয়ের ঝাঁপি এনে দিল নতুন বছরের নতুন আনন্দ। নতুন বই হাতে পেয়ে শিশুরা যেমন আনন্দিত তেমনি তাদের স্বপ্ন আর কল্পনার রাজ্যও যেন নতুন নতুন পরিকল্পনায় সেজে উঠলো। সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে পাঠ্যপুস্তক দিবস ২০১৭ এ উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘উন্নত জাতি গঠনে শিক্ষাই একমাত্র পন্থা। বিশ্বে এমন কোন দেশ নেই যেখানে বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। শিক্ষাক্ষেত্রের বিনিয়োগ ও অর্জনকে আমি সবচেয়ে বড় বিনিয়োগ ও অর্জন হিসেবে দেখি। আমাদের ছেলে-মেয়েরা যদি মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠে, তখন সারা পৃথিবীর জন্য উপযুক্ত হয়ে উঠবে। সে লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ।’ সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে পাঠ্যপুস্তক দিবসের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মোদাচ্ছের আলী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সামিমা ইসমত আরা, সহকারী শিক্ষক ইয়াহিয়া ইকবালসহ বিদ্যালয়ের শিক্ষক- ছাত্রী ও অভিভাবকবৃন্দ। এ সময় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ ১২ টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩য় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ২২ হাজার পিচ নতুন বই বিতরণ করা হয়। নতুন বছরে নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা উৎসবে মেতে ওঠে। জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল্লাহ আল-মামুন জানান, জেলায় মাধ্যমিক পর্যায়ে ১৬ লক্ষ বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে দাখিল মাদ্রাসা পর্যায়ে ৭ লক্ষ ৩৯ হাজার ৯শ’ ৩০, এবতেদায়ী ৩ লক্ষ ২৬ হাজার ৪শ’ ৮০ ও এস.এস.সি ভোকেশনাল ৪৩ হাজার ৫০ পিচ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সামিমা ইসমত আরা, সহকারী শিক্ষক ইয়াহিয়া ইকবালসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সাতক্ষীরা টাউন গার্লস হাইস্কুলে বই বিতরণ প্রেস বিজ্ঞপ্তি: টাউন গার্লস হাইস্কুলে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে। গতকাল সকালে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বই বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার নূর মোহাম্মদ সজল। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারি শিক্ষা অফিসার বাবু অলক কুমার তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কর্মচারী পরিষদের বিদ্যুৎসাহী সদস্য শেখ শফিউল্লাহ মনি, দাতা সদস্য সৈয়দ নাজমুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন বানুসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
চাম্পাফুল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চাম্পাফুল প্রতিনিধি: ১লা জানুয়ারি কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় বই উৎসব পালিত হয়। চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ সিরাজুল হক গাইনের সভাপতিত্বে বই উৎসব পালিত হয়। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চাম্পাফুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মোজাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলম্যানেজিং কমিটির সহসভাপতি ৪নং ওয়ার্ড সদস্য মোঃ আবু বকর গাইন, সদস্য আলহাজ¦ শহিদুল ইসলাম মোড়ল, আবু ইসলাম মোড়ল, আলহাজ¦ রশিদুল আলম, সাবেক পি.টি.এ এর সভাপতি ও সাংবাদিক আমিনুর রহমান, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক সাংবাদিক আব্দুল বারীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক মধুসূদন মূখার্জী ও প্রসাদ কুমার রায়। একই দিন বিভিন্ন সময়ে চাম্পাফুল ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বই উৎসবে বই বিতরণ উদ্বোধন করেন চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শাহেদ নওয়াজ, সহকারী শিক্ষক বৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে বই বিতরণ করেন প্রধান অতিথি মোজাম্মেল হক মোজাম। এছাড়া চাঁদখালী আমিনিয়া হামিদিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, সাইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব-চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দুলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠ ও কাজী আলাউদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় বই উৎসবে বই বিতরণ করা হয়।
পাটকেলঘাটায় বই উৎসব অনুষ্ঠিত পাটকেলঘাটা প্রতিনিধি: সারাদেশে বই উৎসবের অংশ হিসেবে রবিবার সকাল ১০টায় তালা উপজেলার পাটকেলঘাটা আদর্শ বহুমমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বই বিতরণ উৎসব পালিত হয়। উৎসবে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত মোট ১হাজার ২শ ১০জন শিক্ষার্থীর হাতে নতুন শিক্ষাবর্ষে বই তুলে দেয়া হয়। উৎসবকে ঘিরে বিদ্যালয় মাঠে মনোরম পরিবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি শংকর সাধুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের এমপি এড. মুুস্তফা লুৎফুল্লাহ্। ইংরেজী শিক্ষক উদয় কৃষ্ণ দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, ওয়ার্কাস পার্টির নেতা আদিত্য মল্লিক, লোকনাথ নার্সিং হোমের ব্যবস্থাপনা পরিচালক পুলক কুমার পাল, আওয়ামীলীগনেতা সাবেক চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী সরদার আব্দুল লতিফ, ওলামালীগের আহবায়ক শেখ আনছার আলী প্রমুখ। বই প্রদান অনুষ্ঠানে বিদ্যালয় হতে এ প্লাস প্রাপ্ত ৮ম শ্রেণির ছাত্রী মনিরা সুলতানার হাতে প্রধান অতিথি এমপি এড.মুস্তফা লুৎফুল্লাহ বই তুলে দিয়ে বই উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সখিপুর প্রতিনিধি: দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৭ সালের নতুন বই ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে সাইফুল্লাহ আল তারিক’র সঞ্চালনায় উপস্থিত থেকে বই বিতরণ উদ্বোধন করেন সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক আব্দুর রব লিটু, দৈনিক আজকের সাতক্ষীরার দেবহাটা ব্যুরো কেএম রেজাউল করিম, বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবরান আলী, আকতার রেজা বাবুল, শিক্ষিকা আফসানা মোন্তাজ, শাহিন আক্তার, নাহিদ আক্তার, সাবিকুন নাহার, শাহানারা পারভীন প্রমূখ।
মর্নিং সান প্রি -ক্যাডেট স্কুলে বই উৎসব প্রেস বিজ্ঞপ্তি: মর্নিং সান প্রি -ক্যাডেট স্কুলে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১০টায় স্কুল চত্বরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন স্কুলের পরিচালক শেখ আমিনুর রহমান কাজল। এসময় উপস্থিত ছিলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আনিসুর রহমান, অভিভাবক সদস্য লাবনী রায়, শারমিন সুলতানা, শিক্ষক প্রতিনিধি সেলিনা খাতুন, ১ম ও ২য় শ্রেণির ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ।
শ্যামনগরে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব উদযাপন শ্যামনগর প্রতিনিধি: ‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব’এই স্লোগান কে সামনে রেখে রোববার ১ জানুয়ারি সারাদেশে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’ উদযাপনের অংশ হিসেবে শ্যামনগর নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সাতক্ষীরা – ৪ আসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। বক্তব্যে তিনি বলেন, “বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলার মসনদে থাকার কারণেই বছরের প্রথম দিন নতুন বই বিনামূল্যে শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাচ্ছে।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃশ্নান্দ মূখার্জীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল্লাহ শরিফী,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন,জেলা পরিষদের নব নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য শিল্পি রানী মৃধা, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম সহ প্রমুখ।
পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে স্কুলের হলরুমে বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যক্ষ রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রবিউল ইসলাম, মোঃ অজিহার রহমান, রফিকুল ইসলাম, নীলা চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মাহমুদুল হাসান খান চৌধুরী, সুজাতা রানী রায়, আব্দুল করিম বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোঃ আমিনুর রহমান উল্লাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অভিভাবক, ছাত্র-ছাত্রী ও শিক্ষক মন্ডলী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ আল হাফিজ।
কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুুস্তক বিতরণ কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন বলেছেন শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা দেশকে এগিয়ে নিতে পারে। জাতীর পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়ায় শিক্ষায় প্রসার এবং বিস্তর ত্বরান্বীত হচ্ছে। রবিবার সকালে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পাঠ্যপুুস্তক ও শীতকালীন পোশাক বিতরণ উৎসব ২০১৭ পালন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। এ সময় তিনি আর বলেন সরকার বছরের শুরুতেই বিনামূল্য ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিচ্ছে যাতে করে তারা পড়াশুনায় মনোযোগি হয়। তাছাড়া অভিভাবকরা তাদের সন্তানদের দিকে লক্ষ্য রাখবে পড়াশুনায় যেন কোন প্রকার মানসিক চাপে পড়তে না পারে। শিক্ষকদেরও খেয়াল রাখতে হবে যাতে করে ছাত্র-ছাত্রীরা বে পথে বা অসৎ পথে চলে যেতে না পারে। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবার হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার উত্তম কুমার রায়, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আরাফাত হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন, সনজয় কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবি মল্লিক। স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের পরিচালনা পাঠ্যপুস্তক অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি দিলশাদ পারভীন, সদস্য লাকি মোশারফ, রেশমি রেজা, আব্দুর রাজ্জাক, জিল্লুর রহমান, স্কুলের সহকারি শিক্ষক রবিউল ইসলাম, সহ-শিক্ষিকা সুলতানা কামরুন নেছা, স্কুলের জমিদাতা ওলিয়ার রহমান,সহ-শিক্ষিকা সাহিদা খাতুন, ফেরদৌসী পারভিন, লাসমিনা খাতুন, শিরিনা সুলতানা, সৈয়দা রিক্তা খানম, আনোয়ারা খাতুন, নাসরীন সুলতানা, তহমিনা সুলতানা, ডোনার সদস্য এমএ হাকিম সবুজ, কাজী সাঈদুজ্জামান সাঈদসহ অভিভাবক ও ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ। পাঠ্যপুুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের হাতে বছরের প্রথম দিন সরকার প্রদত্ত বই তুলে দেন অনুষ্ঠানে অতিথিবৃন্দ।
কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক বিতরণ কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণ ও পাঠ্যবই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বই উৎসবে একাধিক প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বছরের প্রথম দিন সরকার প্রদত্ত বই তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এসময় বিশেষ অতিথি হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা সমাজসেবক আরাফাত হোসেন, প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রতœা। শনিবার সকালে উপজেলার ঐহিত্যবাহী কলারোয়া পাইলট মডেল হাইস্কুল, গার্লস পাইলট হাইস্কুল, মুরারীকাটি হাইস্কুল, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বিএসএইচ সিংগা হাইস্কুল, কয়লা মাধ্যমিক বিদ্যালয়, সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয়, কে,এল হাইস্কুল, লাঙ্গলঝাড়া হাইস্কুল, দমদম হাইস্কুল, হেলাতলা হাইস্কুল, কাজীরহাট হাইস্কুল, বামনখালি মাধ্যমিক বিদ্যালয়, দেয়াড়া হাইস্কুল, খোরদো হাইস্কুল, ধানদিয়া হাইস্কুল, সরসকাটি হাইস্কুল, শিশু ল্যাব. নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া সরকারি মডেল প্রাইমারি স্কুল, শ্রীপতিপুর সরকারি প্রাইমারি স্কুল, তুলসীডাঙ্গা সরকারি প্রাইমারি স্কুলসহ উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার বই উৎসবের আয়োজন করা হয়। ওই সকল প্রতিষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষকগন পৌর কাউন্সিলর মনিরুজ্জামান বুলবুল, চেয়ারনম্যান নূরুল ইসলাম, আব্দুর রব, আমানুল্লাহ আমান, হরিসাধন ঘোষ, আখতারুজ্জামান, আজহারুল ইসলাম, আখতার আসাদুজ্জামান চান্দু, সাংবাদিক শেখ রাশেদুল হাসান কামরুল, রুহুল আমিন, শামছুল হক, ইবাদুল হক, ফজলুল করিম, আব্দুর রহিম, শফিউল আযম শেলি, আব্দুল আলিম, ইমদাদুল হক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন রবিউল ইসলাম, মুজিবুর রহমান, শেখ নুরুল্লাহ প্রমুখ। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি সভাপতি সদস্য, অভিভাবক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে উপজেলার সকল স্কুল-মাদ্রাসার উৎসব মুখর পরিবেশে অনুরূপ পাঠ্যবই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলে বই উৎসব পালন ধুলিহর প্রতিনিধি : ব্রহ্মরাজপুর ডি. বি. গার্লস হাইস্কুলে রোববার সকালে বই উৎসব পালিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারি শিক্ষক নজিবুল ইসলাম, হাফিজুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হামিদ বাবু, নজর উদ্দীন সরদার, শফিকুল ইসলাম, বিডিএফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরশাদ আলী, সমাজ সেবকক মধুসূদন সাধুখাঁ, ডা. উত্তম কুমার মন্ডল প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সকল শিক্ষক কর্মচারি ও শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলাম।
ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুলে পাঠ্য পুস্তক বিতরণ ধুলিহর প্রতিনিধি : ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুলে রোববার দুপুরে পাঠ্য পুস্তক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান এস,এম শহিদুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নুর হোসেন সজল। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, মোঃ হাফিজুর রহমান, আকলিমা খাতুন, সুকুমার সরকার, বিদ্যুৎসাহী সদস্য শেখ আব্দুল আহাদ, বিডিএফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরশাদ আলী প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন এস,এম রাহাত হোসেন ও গীতা পাঠ করেন কেয়া রাণী মন্ডল। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাইম হাসান, ইয়াসির আরাফাত, জান্নাতুল ফেরদৌস, কেয়া রাণী মন্ডল, নাজমুস সাকিব, এস,এম তানভীর, অনুশ্রী ঘোষ, রিংকি চৌধূরী, ঋত্বিক মন্ডল, নাঈমুর রহমান, ফারিয়া খাতুন, পার্থ সাহা। এছাড়া অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন লিপি খাতুন, রাবেয়া সুলতানা, মহাসিনা খাতুন, আরুতী বিশ্বাস, অনিতা দত্ত, আয়শা খাতুন, শাহানা খাতুন, মোমেনা খাতুন, রেশমা খাতুন, মইনুল হাসান, রঘুনাথ ঘোষ, বিকাশ দেবনাথ প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুকুল হোসেন।
তালায় বর্ণাঢ্য উৎসবে বই বিতরণ তালা প্রতিনিধি : বর্ণিল সাজে মেতেছে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব ২০১৭। নতুন বই, উৎসবের গান আর রকমারি সাজ-এ উৎসবকে আরও আনন্দময় করে তুলেছে। নতুন বই পাওয়ার প্রতীক্ষায় ভোর থেকেই নানা সাজে সাতক্ষীরার তালা উপজেলার ১২১ টি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের আগমনে এ উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ রবিবার (১ জানুয়ারী) সকালে উপজেলার পাটকেলঘাটা বহুমূখি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে পাঠ্যপুস্তাক বিতরন উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন- তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রনব ঘোষ বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, জেবুনেচ্ছা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুজ্জামান, সুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যার মতিয়ার রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান প্রমূখ। তালা উপজেলা শিক্ষা কর্মকর্তা অহিদুজ্জামান জানান, উপজেলায় ১২১ টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট চার লাখ ৯২ হাজার ৫০ টি বই বিতরণ করা হয়েছে। এরমধ্যে এফতেদায়ী (সতন্ত্র) প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪৭ হাজার ৪০০ বই, দাখিল প্রথম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭০০ খানা। মাধ্যমিক এ ষষ্ট শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ৭১টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট তিন লাখ ৪৩ হাজার বই, এস,এস,সি (ভোকেশনাল) পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে চার হাজার ৯০০ টি বই বিতরণ করা হয়েছে।
দেবহাটায় আনন্দঘন পরিবেশে বই উৎসব পালিত কে.এম রেজাউল করিম: দেবহাটায় আনন্দঘন পরিবেশে সারা দেশের ন্যায় নুতন বই বিতরণ করা হয়েছে। উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের হাতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত নুতন বই তুলে দেয়া হয়। উপজেলার দেবহাটা পাইলট (মডেল) হাইস্কুল, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এসএস মাধ্যমিক বিদ্যালয়,উত্তর সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সখিপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়, দঃ সখিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়, চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়, শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাংবেড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমিনা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়, আষ্কারপুর প্রাথমিক বিদ্যালয়, ভাতশালা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, ভাতশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘলঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রতেœশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, টাউনশ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, টাউনশ্রীপুর শরৎচ্চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, কুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়, বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেজুরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গাশীশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবর্নাবাদ সেন্ট্রাল হাইস্কুল, নাজিরের ঘের সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোটশান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়শান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিকেট সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষরা। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবে উপস্থিত থেকে বই বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) দেবাশিষ সিংহা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজীসহ আওয়ামীলী ও বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দরা। এছাড়া উপজেলা এবছর নিদ্দিষ্ট সময়ে প্রতিটি উপজেলায় পর্যাপ্ত পরিমান বই সরবরাহ করায় সুষ্ঠভাবে বই বিতরন সম্পন্ন হচ্ছে এবং আগামী কয়েকদিন ধরে এ বই বিতরন অব্যাহত থাকলে বলে উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।
ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব দেবহাটা ব্যুরো: দেবহাটার নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যায়ের ২০১৭ সালের নতুন বই ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ উপলক্ষ্যে বই উৎসব পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ওহিদুজ্জামানের সভাপতিত্বে সহকারি প্রধান শিক্ষক এসরাইল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন, উপস্থিত থেকে বই বিতরণ উদ্বোধন করেন সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন। এসময় বিদ্যালয়ের প্রাধান শিক্ষক এনামুল হক স্বাগত বক্তব্য রাখেন। বছরের ১ম দিন ছাত্র-ছাত্রীরা নতুন বই পেয়ে আনন্দ উল্লাস করতে থাকে।
৩য় ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা বই পায়নি শ্যামনগরে বিনামূল্যে বই বিতরণ শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের সকল প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ছাত্র- ছাত্রীদের মধ্যে সরকারীভাবে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হলেও ৩য় ও ৫ম শ্রেণির ছাত্র ছাত্রীরা বই পায়নি। গত ১ জানুয়ারী সাতক্ষীরা ৪ আসনের এমপি এস,এম জগলুল হায়দার নকিপুর এইচ, সি, পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, নকিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নকিপুর মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ে পাঠ্য পুস্তক বিতরন করেন। এ সময় সরকারি কর্মকর্তা ও স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানগন উপস্থিত ছিলেন। এ দিকে শ্যামনগর সদর ইউ পি চেয়াম্যান এ্যাডঃ জহুরুল হায়দার বাবু (পিপি) শ্যামনগর জোবেদা সোহরাব মডেল হাইস্কুলে, গাবুরা প্রাক্তন চেয়াম্যান আলহাজ্ব জি এম মাসুদুল আলম চাঁদনীমুখা পি.জে আলীম মাদ্রাসা ও গাবুরা এম এম মাধ্যমিক বিদ্যালয়ে, বুড়িগোয়ালীনী ষ্টেশন কর্মকর্তা বেলাল হোসেন ও নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আল মামুন বুড়িগোয়ালিনী ফরেষ্ট হাইস্কুলে,রাবেয়া খাতুন মহিলা দাঃ মাদ্রাসায় সুপার মাওঃ মোস্তফা রেজাউল করিম বই বিতরন করেন। ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদ্রাসায় সরকারি ভাবে পাঠ্যবই বিতরণ করা হলেও প্রাথমিক স্তরের ৩য় শ্রেণির ও ৫ম শ্রেণির সকল বই না আসায় বিতরণ করা সম্ভব হয় নি। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন জানান,শ্যামনগর উপজেলায় ৩য় শ্রেণির কোন বই এবং ৫ম শ্রেণির ধর্ম বই না আসায় দেওয়া সম্ভব হয়নি, তবে শীঘ্রই বই এসে পৌছালে দেওয়া হবে।
বড়দল কলেজিয়েট স্কুল ও গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী হাইস্কুলে বই বিতরণ বড়দল প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল কলেজিয়েট স্কুল ও গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সকাল ১০টায় সারা দেশের ন্যায় বছরের প্রথম দিন বই বিতারণ করা হয়েছে। বড়দল কলেজিয়েট স্কুলে বই বিতরণ অনুষ্ঠানে অধ্যক্ষ শিহাব উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক এম পি ডাঃ মোখলেছুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান মন্টু সরদার, এস আই হাফিজুর রহমান, শিক্ষক তরুন কান্তি সানা সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবক বৃন্দ। অত্র প্রতিষ্ঠানে ৫৫৪ জন ছাত্র/ছাত্রীর মাঝে বই বিতরণ করা হয়। গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আঃ রহমান ফকির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ,সদস্য আজাহারুল ইসলাম, শিক্ষক আবুল কালাম, শিক্ষক প্রফুল্য মন্ডলসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবক বৃন্দ। অত্র প্রতিষ্ঠানে ৬৮০ জন ছাত্র/ছাত্রীর মাঝে বই বিতরণ করা হয়।