আন্তর্জাতিক

ইমেইল ছেড়ে কুরিয়ারে ফিরতে চান ট্রাম্প

By Daily Satkhira

January 02, 2017

তথ্য গোপন বা সুরক্ষিত রাখার ব্যাপারে “কোনো কম্পিউটারই নিরাপদ নয়” বলে জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন পরিকল্পনা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে অনলাইন যোগাযোগের নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করে এ কথা বলেন তিনি।

নিয়মিত টুইট করলেও ট্রাম্প কম্পিউটার এবং ইমেইল কদাচিৎ ব্যবহার করেন।

সাংবাদিকদের তিনি বলেন, “আপনার যদি খুবই গুরুত্বপূর্ণ কিছু জানানোর থাকে, তাহলে একটা কাগজে লিখুন আর তা পুরনো পদ্ধতিতে কুরিয়ারে করে পাঠিয়ে দিন। কারণ আমি বলছি: কোনো কম্পিউটারই নিরাপদ না। আমার কিছু আসে যায় না তারা এ ব্যাপারে কী বলছে।”

ইংরেজি নববর্ষের আগের দিনের পার্টিতে ট্রাম্প এসব কথা বলেন।

বক্তব্যে আবারও ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার প্রভাব ছিল- মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনায় বসার কথা রয়েছে। ট্রাম্প জানতে চান গোয়েন্দা কর্মকর্তারা এ ব্যাপারে নিশ্চিত কিনা। কেননা অভিযোগগুলো “অনেক বেশি গুরুতর”।

ট্রাম্প বলেন, “আমি হ্যাকিং সম্পর্কে অনেক কিছু জানি। হ্যাকিংয়ের অভিযোগ প্রমাণ করা খুব কঠিন। সুতরাং দায়ী অন্য কেউও হতে পারে।”