আন্তর্জাতিক

পুতিনকে সন্ত্রাসী বলায় কাজাখ নাগরিকের কারাদণ্ড

By Daily Satkhira

January 02, 2017

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‌‘সন্ত্রাসী’ ও ‘ফ্যাসিস্ট’ বলায় কাজাখস্তানের এক নাগরিককে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কাজাখস্তানের একটি আদালত ৪৬ বছর বয়সী সনৎ দোসভ নামের ওই ব্যক্তির বিরুদ্ধে এ রায় দিয়েছে।

কাজাখস্তানের আইনে কাউকে সামাজিক, জাতীয়, গোষ্ঠীগত, জাতিগত, শ্রেণিগত অথবা ধর্মীয়ভাবে অপমান করা অবৈধ। ‘জাতীয় সম্মান এবং নাগরিকদের ধর্মীয় অনুভূতি মর্যাদা’ নিয়ে অপমান করাও বৈধ নয়।

সনৎ দোসভ তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে পুতিন সম্পর্কে বিরূপ মন্তব্য করে একটি ছবি শেয়ার করেছিলেন। সেখানে রাশিয়ার প্রেসিডেন্টের পাশাপাশি সাবেক কমিউনিস্ট নেতা জোসেফ স্ট্যালিন ও ভ্লাদিমির লেলিনের ছবি দেখান তিনি। সেখানে তিনি আরো বলেন, পুতিন একজন ‘ফ্যাসিস্ট’ ও ‘সন্ত্রাসী’ এবং তিনিই রাশিয়ার ‘বিনষ্টকারী’।

কাজাখস্তানের সংবাদমাধ্যম বলছে, দোসভ আদালতের কাছে ‘অপরাধ’ স্বীকার করেছেন। একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ ছিল কাজাখস্তান। ১৯৯১ সাল থেকে রাশিয়া ও কাজাখস্তান পৃথক রাষ্ট্র। তবে দেশ দুটো এখনো ঘনিষ্ঠ মিত্র।