বিনোদন

চোরের বদনাম ঢাকতে মালয়েশিয়ায় মোশাররফ

By daily satkhira

October 27, 2018

বিনোদনের খবর: ধারাবাহিক নাটকে খুব একটা অভিনয় করতে দেখা যায়না মোশাররফ করিমবে। কিন্তু এখন সিদ্ধান্ত বদলেছেন। নিয়মিতই ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। ‘মকো মালয়েশিয়া’ নামের একটি ধারাবাহিক নাটকের নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

এ গল্পে দেখা যাবে পুরান ঢাকার ছেলে মোশাররফ। তার দাদা ছিলেন চোর। সবাই মোশাররফকে চোরের নাতি বলেই ডাকেন। কিন্তু বড় হওয়ার পরেও তিনি তার নাম থেকে দাদার ওই চোরের শিরোনামটি আর কিছুতেই মুছতে পারছিলেন না। এ চোর অপবাধের জন্য মোশাররফের বিয়েও হয় না। চোর অপবাধের জন্য দেশে যেহেতু কিছু করা যাচ্ছে না, তাই সে মালয়েশিয়ায় চলে যায়। মালয়েশিয়ায় গিয়ে শুরু হয় তার নতুন সমস্যা। এমন গল্প নিয়েই নির্মাণ হয়েছে নাটকটি।

আকাশ রঞ্জনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান। মোশাররফ করিম ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুঁই করিম, শামীম জামান, বন্যা মির্জা, আখম হাসান, ফারুক আহমেদ, শ্যামল মাওলা, জয়রাজ, তারিক স্বপন, অপর্ণা ঘোষ, আইরন আফরোজ, জেনিম সানজিদা তন্ময়সহ অনেকে। শুক্রবার (২৬ অক্টোবর) থেকে সপ্তাহের প্রতি শুক্র, রবি, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩৫ মিনিট চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।