রাজনীতি

‘কথায় কথায় গুলি করা বন্ধ করুন’

By Daily Satkhira

January 02, 2017

পুলিশ বাহীনিকে কথায় কথায় গুলি করা বন্ধ করতে বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, ‘আমি পুলিশ বাহীনিকে বলবো, কথায় কথায় গুলি করা বন্ধ করেন।’

রোববার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যের শুরুতেই বেগম জিয়া সরকারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগ তোলেন। সংশয় প্রকাশ করেন পদ্মা সেতু প্রকল্পের বাস্তবায়ন নিয়েও। উন্নয়ন কর্মকাণ্ডের নামে সরকার লুটপাট করছে বলেও অভিযোগ তোলেন বেগম জিয়া।

আওয়ামী লীগ যেকোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে চায় বলেও মন্তব্য করেছেন বেগম জিয়া।

এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করে আবারো নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাবনা তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন। তিনি বলেন, ‘আমরা চাই নির্বাচনকালীন একটা সহায়ক সরকার হবে। রাষ্ট্রপতি এ প্রস্তাব পছন্দ করেছেন। উনি সবাইকে ডাকছেন, কথা বলছেন। পরবর্তী সময়ে উনি মনে করলে আবারো ডাকবেন।’

আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতা ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।