সাতক্ষীরা প্রতিনিধি: চোরাচালানী পন্য আটক করতে গিয়ে সাতক্ষীরার কাকডাঙ্গায় সীমান্তের সোনাই নদীতে চোরাকারবারীদের টানানো দড়ির ফাঁদে আটকে পানিতে ডুবে মারা গেছেন এক বিজিবি সদস্য। নিহত বিজিবি সদস্যের নাম ল্যান্স নায়েক রফিকুল ইসলাম (৩৭)। তিনি কাকডাঙ্গা বিওপির একজন সৈনিক। নিহত বিজিবি সদস্যের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি সম্প্রতি কাকডাঙ্গা ক্যাম্পে যোগদান করেন। শনিবার রাতে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের বাংলাদেশ-ভারত সীমান্ত নদী সোনাই নদীতে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, বাংলাদেশ ও ভারতের চোরাকারবারীরা সোনাই নদীর পানির নিচ দিয়ে দড়ি টানিয়ে ওই দড়ির মাধ্যমে তারা চোরাচালানী পন্য বাংলাদেশ ও ভারতের দুই পাড়ে আনা নেয়ার কাজ করে। প্রতিদিনের ন্যায় শনিবার রাতে সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১ সাব পিলার ১৩/৩ এর সন্নিকটে সোনাই নদীতে চোরাচালানীরা পন্য আনা নেয়া করার সময় বিজিবি সদস্য রফিকের নেতৃত্বে একটি টহলদল তাদের তাড়া করেন। এ সময় পন্য উদ্ধার করতে গিয়ে বিজিবি সদস্য রফিক চোরাকারবারীদের টানানো ওই দড়িতে হঠাৎ অসাবধানঃ বশত জড়িয়ে সোনাই নদীতে পড়ে যান। এরপর ভারতের হাকিমপুরে থাকা সেখানকার চোরাচালানীরা ওই দড়ি ধরে টান দিলে নদীর মাঝ বরাবর পর্যন্ত চলে গিয়ে তিনি পানিতে ডুবে মারা যান। বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার ইকবাল মাহমুদ তার মৃত ঘোষনা করেন। এপর তার লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।