বিনোদন

দেশের গণ্ডি পেরিয়ে এবার ভারত ও স্পেনে ‘ভুবন মাঝি’

By daily satkhira

October 28, 2018

বিনোদনের খবর: সরকারি অনুদানে নির্মিত ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রটি এবার দেশের গণ্ডি পেরিয়ে ভারতের গোয়াহাটি আন্তর্জাতিক ও স্পেনের বার্সেলোনায় আয়োজিত এশিয়ান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ‘ভুবন মাঝি’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান গড়াই ফিল্মস ও পরিচালক ফাখরুল আরেফীন খান। গেল ২৫ অক্টোবর থেকে শুরু হয়েছে ৭ দিন ব্যাপী ‘গোয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। একইসময়ে চলছে ‘এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। আরেফীন খান বলেন, ‘ছবিটি এরই মধ্যে বিশ্বের অনেক দেশে প্রদর্শিত হয়েছে। এবার বার্সেলোনা ও ভারতে দুটি উৎসবে অংশ নিচ্ছে। বিষয়টি সত্যিই আমাদের জন্য আনন্দের।’ ২০১৭ সালের ৩ মার্চ বাংলাদেশে মুক্তি পাওয়া ‘ভুবন মাঝি’ ছবিতে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের অপর্ণা ঘোষ। এছাড়াও এতে আরও অভিনয় করেছেন মাজনুন মিজান, কাজী নওশাবা আহমেদ, সুমিত সেন, সুষমা সরকার, মামুনুর রশীদ, শুভাশীষ ভৌমিক, ওয়াকিল আহাদ, লালিম হক প্রমুখ। ভারতের প্রখ্যাত শিল্পী প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্য ছবিটির গানের সুর ও সংগীত পরিচালনা করেন।