বিনোদন

সিনেস্পট অ্যাপে চিত্রনায়িকা জলির ‘ফোন এক্স’

By daily satkhira

October 28, 2018

বিনোদনের খবর: চিত্রনায়িকা জলির প্রথম ওয়েব সিরিজ ‘ফোন এক্স’ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। সিনেস্পট অ্যাপের মাধ্যমে দর্শকরা এই ওয়েব সিরিজটির প্রথম পর্ব ফ্রি দেখতে পাবেন। প্রযোজনা প্রতিষ্ঠান ইনোভেট সলিউশন এর পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। অনন্য মামুনের পরিচালনায় ‘ফোন এক্স’ এ আরও অভিনয় করেছেন সানজু জন, ইমতু, লামিয়া, কাজী উজ্জ্বল এবং ভারতের সিব ট্রামবাক, মধুমিতা, শ্রাবন্তী ও মুসকান। সময়ের আলোচিত পরিচালক ও একজন সুপার স্টারের খুন হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যকর গল্প নিয়ে সিরিজটি তৈরি হয়েছে। এ প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন বলেন, ‘আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’ চিত্রনায়িকা জলি বলেন, ‘এটা আমার প্রথম ওয়েব সিরিজ। যদিও পুরো কাজটি ফিল্মিক। শুটিংয়ের সময় মনে হয়নি আমরা সিনেমার বাইরে কিছু করছি। গল্পটা মিডিয়ারই। ফলে দর্শকরা দেখে আরাম পাবেন।’ এর আগে ‘নিয়তি’, ‘অঙ্গার’ ও ‘মেয়েটি এখন কোথায় যাবে’ চলচ্চিত্রে দেখা যায় জলিকে।