আন্তর্জাতিক

দলীয় নের্তৃত্ব ছাড়ছেন অ্যাঞ্জেলা মেরকেল

By daily satkhira

October 29, 2018

বিদেশের খবর: আসছে ডিসেম্বরে দলীয় চেয়ারম্যান পদের নির্বাচনে লড়বেন না জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। তার দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নকে বিষয়টি জানিয়ে দিয়েছেন তিনি। খবর বিবিসির।

সোমবার একটি প্রাদেশিক নির্বাচনের ফলাফলে তার নের্তৃত্বাধীন জোটের হতাশাজনক ফল প্রকাশ হওয়ার পর এ সিদ্ধান্ত নিলেন মেরকেল। ২০০০ সাল থেকে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের চেয়ারম্যান তিনি। মেরকেলই সবচেয়ে বেশি সময় দলটির প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। আর চ্যান্সেলর হিসেবে মেরকেল জার্মানিকে নের্তৃত্ব দিচ্ছেন ২০০৫ সাল থেকে।

দলীয় নেতারা জানিয়েছেন হেজ প্রদেশের নির্বাচনে ক্ষমতাসীন জোট সরকারের দুই দলই ১০ ভাগ করে ভোট খুইয়েছে। এরপর একাধিকবার দলীয় প্রধানের পদে আর লড়বেন না বলেন জানান মেরকেল। তবে চ্যান্সেলরের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে নেই বলে জানিয়েছেন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক দলের নেতারা।