বিনোদনের খবর: না, রবি ঠাকুরের ‘একরাত্রি’ গল্প নয়। তবে একটি রাতের গল্প নিয়ে নির্মিত প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী অভিনীত ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রটি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। গেল ২৬ অক্টোবর বিএফডিসিতে এক সংবাদ সম্মেলনে ছবির পরিচালক হাবিবুল ইসলাম হাবিব জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ ডিসেম্বর ছবিটি মুক্তি দেবেন। এর আগে কয়েকবার মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়েছে ছবিটি। এবারও মুক্তি পাওয়া নিয়ে তাই কিছুটা সংশয় থেকেই যাচ্ছে পরিচালকের।
তিনি বলেন, ‘শুনছি, আমার ছবির মুক্তির দিনটি নিয়েও জটিলতা তৈরি করা হচ্ছে। একটি প্রেক্ষাগৃহে মুক্তি দেখিয়ে একাধিক নতুন ছবি ওই তারিখে ঢুকে যেতে পারে। সিনেমা নিয়ে এ কোন ধরনের নোংরা রাজনীতি?’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফারুক, চিত্রপরিচালক আমজাদ হোসেন, কাজী হায়াৎ, ছবির অভিনেতা এটিএম শামছুজ্জামান, নাদের চৌধুরী, অভিনেত্রী মৌসুমীসহ আরও অনেকে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও আনিসুর রহমান মিলন। গল্পের নায়িকা ময়নারূপী মৌসুমী গ্রাম থেকে কোনো এক স্বপ্নের টানে ঢাকা শহরে আসেন। কথা ছিল ময়নাকে কমলাপুর রেলস্টেশনে কেউ একজন রিসিভ করবে। কিন্তু রাতে যখন ট্রেন এসে স্টেশনে থামে তখন কাউকে খুঁজে পায় না ময়না। একা একটি মেয়ে হঠাৎ ঢাকা শহরে মধ্যরাতে ঠিকানাহীন একাই বেরিয়ে যায়। তার পথযাত্রায় ধরা দেয় অজানা-অচেনা ঢাকা শহরের রাতের চিত্র।