দেবহাটা

দেবহাটায় সৃজনে উন্নয়নে বাংলাদেশ সাংষ্কৃতিক উৎসব ও মেলা

By daily satkhira

October 30, 2018

 

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবারবার সকাল সাড়ে ৯ টায় সৃজনে উন্নয়নে বাংলাদেশ সাংষ্কৃতিক উৎসব ও মেলা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শুরুতে একটি বর্নাঢ্য র‌্যালি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরুতে হয়ে দেবহাটা বাজার প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চ চত্বরে এসে শেষ হয়। পরে সকাল ১০ টায় মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা প্রানী সম্পদক কর্মকর্তা ডাঃ বিঞ্চুপদ বিশ^াস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রনজিৎ কুমার রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ প্রমুখ। মেলায় বিভিন্ন দপ্তর, এনজিও, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থার স্টল প্রদর্শন করা হচ্ছে। এছাড়া বিকালে কুইজ ও সন্ধ্যায় দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।