সাতক্ষীরা

বাল্যবিবাহের কারণে আমাদের মেয়েদের যখন মা হবার কথা, তখন তারা নানী হয়ে যায়: যশোর বোর্ডের চেয়ারম্যান আব্দুল আলীম

By daily satkhira

October 30, 2018

প্রেস বিজ্ঞপ্তি: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মাদ আব্দুল আলিম বলেছেন,বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাল্যবিবাহের কারণে আমাদের মেয়েদের যখন মা হবার কথা, তখন তারা নানী হয়ে যায়। বাল্যবিবাহের কুফল সম্পর্কে অভিভাবকদের সচেতন হতে হবে। শিক্ষার আলো ছড়িয়ে আলোকিত সমাজ গড়তে হবে। নারী শিক্ষার কোন বিকল্প নেই। সমাজ ও দেশকে এগিয়ে নেয়ার মহান দায়িত্ব আমাদের সকলের। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে, গণতন্ত্রের অগ্রযাত্রায় দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের। এ জন্য নোট-গাইড চিরতরে পরিহার করতে হবে। প্রাইভেট কোচিংকে প্রাধান্য না দিয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে হাজির করতে হবে। কোন শিক্ষার্থী যেন শিক্ষকের আচরণে স্কুলে আসা বন্ধ না করে। ইভটিজিং সমাজের বিষফোঁড়া। এ বিষফোঁড়ার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এজন্য চাই সামাজিক আন্দোলন। মঙ্গলবার সকালে সদর উপজেলার ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, খুলনা বিএল কলেজের সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সহকারি শিক্ষা অফিসার আবুল হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি লক্ষ্মীকান্ত মল্লিক, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিএম শামছুল হক, স্কুলের শিক্ষার্থী মাহিরা আফরিন, জান্নাতুল ফেরদৌস মিম, সুমাইয়া পারভীন আশা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন তুজুলপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম, মির্জানগর হাইস্কুলের প্রধান শিক্ষক এজাজ আহমেদ, আলিপুর গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, জিজিকেএইচ কানাইলাল হাইস্কুলের প্রধান শিক্ষক মনিন্দ্রনাথ গায়েন, ডিবি গার্লস হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সিনিয়র সহকারি শিক্ষক নজিবুল ইসলাম, হাফিজুল ইসলাম, খালেদা খাতুন, শামিমা আক্তার, দেবব্রত ঘোষ, অরুন কুমার মন্ডল, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হামিদ বাবু, সেলিম হোসেন, নজরউদ্দিন সরদার, সাবেক সদস্য গিয়াসউদ্দিন সানাসহ এলাকার সুধিজন। সুর ছন্দ আর নান্দনিক কথামালায় অনুষ্ঠানে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।