কালিগঞ্জ

সাতক্ষীরায় আইটি পার্ক, বিশ্ববিদ্যালয়, রেললাইন ও পূর্ণাঙ্গ স্টেডিয়াম স্থাপন করব: ডা: রুহুল হক এমপি

By daily satkhira

October 30, 2018

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার নলতায় মঙ্গলবার বিকালে নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জে.এস.সি ও পি.ই.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি। নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: ইউনুস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। এ সময় ডা: রুহুল হক বলেন, সাতক্ষীরায় আইটি পার্ক, বিশ্ববিদ্যালয়, রেললাইন ও পূর্ণাঙ্গ স্টেডিয়াম স্থাপন করব। এছাড়া আমাদের আরও কিছু পাওয়ার আছে। আমাদের রেল লাইনটি এখনও তৈরী হয়নি। আমাদের এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। সেটিও হয়নি। এছাড়া জেলায় একটা আইটি বিশ্ববিদ্যালয় প্রয়োজন। আমাদের ছেলেরা বিভিন্ন দিক দিয়ে ভাল করছে তাদেরকে বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। জাতির উন্নয়নে টেকনিকাল শিক্ষার বিকল্প নাই”। ক্রীড়াঙ্গনে আমাদের মোস্তাফিজ, সৌস্য সরকার, সাবিনারা রয়েছে তাছাড়া যারা খেলাধুলায় ভাল করতে চায় তাদেরকে এগিয়ে নিতে আমাদের সহযোগিতা করতে হবে। তারা যাতে খেলাধুলা চর্চা করতে পারে সেজন্য তাদের জায়গার ব্যবস্থা করতে হবে। একটা পূর্ণাঙ্গ স্টেডিয়াম স্থাপন করা খুবই প্রয়োজন সেটিও আমরা করব।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ, নলতায় আইএইসটি ম্যাটস হয়েছে যাতে তোমরা বাইরে স্বল্পব্যয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে পার। তোমাদের স্বপ্ন পূরণের জন্য এখর আর বাইরে যেতে হবে না। ভবিষ্যতে তোমরা আরও সুযোগ-সুবিধা পাবে সে ব্যবস্থা আমরা করব। আগামী নির্বাচনে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে নৌকায় ভোট চেয়ে তিনি বলেন, তোমরা নৌকার পক্ষে কাজ কর তোমাদের সকল দাবি-দাওয়া পূরণ হবে।