Members of a rescue team collect personal items and wreckage at the port in Tanjung Priok, North Jakarta, on October 29, 2018, after they were recovered from the sea where Lion Air flight JT 610 crashed off the north coast earlier in the day. - A brand new Indonesian Lion Air plane carrying 189 passengers and crew crashed into the sea on October 29, officials said, moments after it had asked to be allowed to return to Jakarta. (Photo by RESMI MALAU / AFP)

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই

By daily satkhira

October 30, 2018

বিদেশের খবর: ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের বিধ্বস্ত হওয়া বিমানের আর কেউ বেঁচে নেই। দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রতিনিধি বামব্যাং সুরিও আনজি একথা জানান। খবর তাসের। তিনি বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে অনেকের লাশ উদ্ধার করা হয়েছে। এখন ওই বিমানের আর কেউ জীবিত নেই।’ তিনি আরো জানান, অনুসন্ধান এলাকার পরিধি বাড়িয়ে ১৫০ বর্গ নটিক্যাল মাইল করা হয়েছে। সোমবার সকালে ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়। জাকার্তা থেকে পাংকাল পেনাংয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল এটি। জাকার্তা ছাড়ার কিছুক্ষণ পরই সাগরে ডুবে যায় বিমানটি। উড্ডয়নের মাত্র মাত্র ২ মিনিট পর পুনরায় বিমানবন্দরে অবতরণের অনুরোধ জানায় ১৮৯ জন নিয়ে সাগরে বিধ্বস্ত হওয়া ইন্দোনেশীয় বিমানটির পাইলট। তার অনুরোধ গ্রহণও করা হয়। তবে এর আরও ১০ মিনিট পরই সাগরে বিধ্বস্ত হয়ে ৪০ মিটার পানির নিচে তলিয়ে যায় লায়ন এয়ারলাইন্সের বিমানটি।