কলারোয়া

কেড়াগাছি ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা।

By daily satkhira

October 30, 2018

হোসেন আলী : কলারোয়া কেড়াগাছি ইউনিয়ন পরিষদ হলরুমে অগ্রগতি সংস্থার আয়োজনে, ইউ এস এইড আ উইনরক ইন্টারন্যাশনাল এর অর্থায়ন ও সহযোগীতায় কেড়াগাছি ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কেড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন মামব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি আফজাল হোসেন হাবিলের সভাপতিত্বে উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউ এস এইড প্রতিনিধি হাবিবা আক্তার, সহকারী প্রতিনিধি ছারা ইকবল, সহকারী প্রতিনিধি কামরুজ্জামান, উইনরক প্রতিনিধি খন্দকার সোহেল রানা,  অগ্রগতির সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর, টিটিবি প্রতিনিধি অধ্যাপক মুসাব্বেরাজ্জামান, জেলা কর্ম সংস্থান ও জনশক্তি অফিস সহকারী পরিচালক মোস্তফা জামান, অগ্রগতি সংস্থা প্রকল্প পরিচালক অসীত ব্যানার্জী সহ ইউপি সদস্য ও সদস্যা বৃন্দ,  কেড়াগাছি ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। মাসিক সভায় বক্তারা মানব পাচার হওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। যার মধ্যে অন্যতম বিষয় ছিল বাল্য বিবাহ, কর্ম সংস্থানের অভাব, আর্থিক অসচ্ছলতা, বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য কলহ ও বেসরকারি ভাবে বিদেশ গমন।