বিদেশের খবর: যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব অর্জনের নিয়ম বাতিল করা হবে। নির্বাহী আদেশের মাধ্যমে এই নিয়ম বাতিল করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্সিওস-কে দেওয়া এক ইন্টারভিউতে তিনি এ কথা বলেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমানে প্রচলিত নিয়ম অনুসারে যেকোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তাদের ঔরসে জন্মগ্রহণকারী শিশুর মার্কিন নাগরিকত্ব দাবি করতে পারেন। পৃথিবীর অন্য কোনো দেশে এই নিয়ম নেই। তিনি বলেন, এই নিয়ম অত্যন্ত হাস্যকর, এটি বন্ধ হওয়া উচিত। এদিকে, অনেক বিশেষজ্ঞ বলছেন, নির্বাহী আদেশের মাধ্যমে এ ধরনের নির্দেশ জারি করলে আদালতে চ্যালেঞ্জের সম্মুখীন হবেন ট্রাম্প।