খেলা

দীর্ঘ মেয়াদে রিয়ালের দায়িত্ব চান সোলারি

By daily satkhira

October 31, 2018

অনলাইন ডেস্ক: ভারপ্রাপ্ত কোচ থেকে স্থায়ী কোচ হওয়ার জন্য নিজের আগ্রহের কথা জানিয়েছেন সোলারি। রিয়ালের দায়িত্ব নেয়ার পর সংবাদ সম্মেলনে এসে সোলারি এসব কথা জানান। সোলারি ছিলেন রিয়ালের ‘বি’ টিমের কোচ। লোপেতেগিকে বরখাস্ত করে তাকে সিনিয়র দলের কোচ বানিয়েছে রিয়াল। এই আর্জেন্টাইন ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলেছেন। বুধবার তার অধীনে কোপা ডেল রে টুর্নামেন্টে খেলতে নামবেন বেলরা। ‘আমি বিষয়টি ইতিবাচকভাবে দেখছি। সুযোগ পেলে দীর্ঘ মেয়াদে দায়িত্ব নিতে চাই,’ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে বলছিলেন সোলারি। ‘আমি যা পারি, তার সবকিছু চেষ্টা করবো। এটা অনেক বড় সুযোগ।’ সোলারি কতদিন দায়িত্বে থাকবেন সে বিষয়ে কিছু জানায়নি রিয়াল। তবে স্প্যানিশ গণমাধ্যম বলছে, লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের পরের ম্যাচের আগে তাকে সরানো হচ্ছে না। নতুন কোচ হিসেবে চেলসি এবং জুভেন্টাসের সাবেক কোচ কন্তেকে বিবেচনা করছে দলটি। শোনা যাচ্ছে বেলজিয়াম কোচ মার্টিনেজের নামও।