কালিগঞ্জ

কালিগঞ্জে নৌকায় ভোট চেয়ে এমপি রুহুল হকের একাধিক উঠান বৈঠক

By daily satkhira

October 31, 2018

নিজস্ব প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা: আ ফ ম রুহুর হক এমপি নৌকায় ভোট চেয়ে কালিগঞ্জ উপজেলার একাধিক ইউনিয়নে উঠান বৈঠক করেছেন। বুধবার সকাল ১০ টা থেকে নিজ নির্বাচনী এলাকা কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলার শুইলপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মত- বিনিময় ও মা-বোনদের সাথে উঠান বেঠক করেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া তিনি ভাড়াশিমলা ইউনিয়নের খাঁরাহাট মন্দির প্রাঙ্গন, নায়রণপুর কারিগরপাড়ায় উঠান বৈঠক করেন। পথিমধ্যে তিনি বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মত- বিনিময় করেন। এ সময় ডা: রুহুল হক এমপির সাথে আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোতাহার হোসেন কান্টু, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক খান আসাদুর রহমান, জেলা পরিষদ সদস্য আসাদুর রহমান সেলিম, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আবুল হোসেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহজ¦ আবুল হেসেন পাড়, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সহ নলতা ও ভাড়াশিমলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ,ছাত্রলীগ, যুবলীগ, স্বেস্বাসেবকলীগ ও নলতা, ভাড়াসিমলার ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় বর্তমান সাতক্ষীরা-৩ আসনের এ সংসদ সদস্য বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ উন্নয়ন করে, উন্নয়নে বিশ্বাস করে, জনগণের ভাগ্যের পরিবর্তন করে। আপনারা বিগত নির্বাচনে সবাই নৌকায় ভোট দিয়েছিলেন তাই আজ সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে। আজ যারা হতদরিদ্র তাদের জন্য বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতা, বিধবাভাতা, মায়েদের মাতৃত্বকালীন সময়ের ভাতা, মুক্তিযোদ্ধাভাতা সহ বহু সুযোগ-সুবিধা দিচ্ছেন সরকার । দেশের প্রত্যন্ত গ্রাম-অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, ছেলে-মেয়েদের পড়াশুনা করার জন্য শিক্ষাবৃত্তি, বিনামূল্যে বই বিতরণ সহ স্বাস্থ্যসেবা দিয়ে চলেছেন সরকার।

বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই। শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে আমরা আরও উন্নয়ন পাবো। প্রতিটা সেক্টরে আরও এগিয়ে যাব। নৌকায় ভোট চেয়ে তিনি বলেন, আগামী যে নির্বাচন হবে, সে নির্বচনে আপনারা সবাই নৌকায় ভোট দিবেন, নৌকার পক্ষে কাজ করবেন। নৌকা আপনাদের স্বাধীনতা দিয়েছে, উন্নয়নে দেশ এগিয়ে নিচ্ছে আগামীতে আরও নিবে। এসব উঠান বৈঠক শেষে কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মরহুম আলহাজ¦ নাসিরউদ্দিন এর কবর জিয়ারত ও তার পরিবারের খোঁজ খবর নেন।