রাজনীতি

বঙ্গবন্ধু চেয়েছিলেন সুখি, সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে — আবাদের হাটে পথসভায় নজরুল ইসলাম

By daily satkhira

October 31, 2018

 

নিজস্ব প্রতিবেদক: সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে নজরুল ইসলামের নেতৃত্বে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের আবাদের হাটে এ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু গোপাল চন্দ্র ঘোষালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন মানির পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আকবার আলী, শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নূর মনোয়ারশুকুর মাহমুদ, আওয়ামীলীগ নেতা ইব্রাহিম খলিল, আগরদাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি শামছুর রহমান, শিবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কাশেম প্রমুখ। পথসভায় নজরুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন এদেশের মাটি ও মানুষের নেতা। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র আমরা পেতাম না। পেতাম না স্বাধীন পতাকা। বঙ্গবন্ধু আজীবন এদেশের মাটি ও মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশ হবে একটি সুখি, সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধীতা করেছিল তারাই ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। সেই পাকিস্তানি শাসক গোষ্ঠী এখনও পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করে যাচ্ছে দেশকে অশান্ত রাষ্ট্রে পরিনত করতে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে অব্যহত রয়েছে বাংলাদেশের উন্নয়নের ধারা। শিক্ষার প্রসারের জন্য বর্তমান সরকার বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন নতুন বই। চিকিৎসা সেবার মান বাড়াতে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন। কোনো মানুষ যাতে অন্ধকারে না থাকে সেজন্য প্রতিটি ঘরে ঘরে পৌছে দিয়েছেন বিদুতের আলো। যে কারণে বর্তমান বিশে^ বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। নৌকা হলো উন্নয়নের প্রতিক। নৌকায় ভোট দিলে বাংলার জনগণ ভাল থাকে। শেখ হাসিনা সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টরে অভুতপূর্ব উন্নয়ণ করেছে। আগামী এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।