ফিচার

সংলাপে অংশ নেবে ঐক্যফ্রন্ট, নৈশভোজে না

By Daily Satkhira

October 31, 2018

রাজনীতির খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নেবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট। তবে নৈশভোজে অংশ নেবেন না ঐক্যফ্রন্টের নেতারা।

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

নৈশভোজে অংশ না নেওয়ার বিষয়টি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মান্না বলেন, ‘একটি ক্রাইসিস মুহূর্তে সংলাপে যাচ্ছি আমরা। সেখানে নৈশভোজের তো কিছু নাই। আমরা যাব আলোচনা করতে, রাতের খাবার গ্রহণ করতে নয়।’

মান্না আরো বলেন, ‘খাবার খাওয়ার তো সময় শেষ হয়ে যাচ্ছে না, সামনে আরো অনেক সময় আছে তখন খাওয়া যাবে। আগে সংলাপে ভালো কোনো ফলাফল আসুক তখন আমরা খাব।’

আজ বুধবার রাতে জাতীয় ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নেয় গণভবনের নৈশভোজে অংশ না নেওয়ার। কেন নৈশভোজে অংশ নেবেন না জানতে চাইলে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সংলাপে যাচ্ছি। সেটার আগে সফলতা আসুক, পরেও খাওয়া যাবে। এখানে অন্য কারণ খোঁজার কিছু নেই।’

মান্না আরে বলেন, ‘আমরা আগামীকাল সংলাপে অংশ নেব বিষয়টি আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে নিশ্চিত করেছি।’