খেলা

লঙ্কান ক্রিকেটে আবারও কেলেঙ্কারি, নির্বাসিত পেসার নুয়ান

By daily satkhira

November 01, 2018

খেলার খবর: ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে সমনে এলো আরেক লঙ্কান ক্রিকেটারের নাম। সনাৎ জয়সুরিয়ার বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগে পর এবার ফিক্সিংয়ের দায়ে শ্রীলঙ্কার বোলিং কোচ এবং প্রাক্তন বোলার নুয়ান জয়সাকে নির্বাসিত করেছে আইসিসি।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি প্রাক্তন লঙ্কা পেসারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ সামনে এনেছে তা নিয়ে এই মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। জয়সার বিরুদ্ধে অভিযোগ, তিনি ম্যাচের ফল ইচ্ছাকৃত ভাবে প্রভাবিত করার ব্যাপারে ক্রিকেটারদের উৎসাহ দিয়েছিলেন।

বুধবার আইসিসি এক বিবৃতিতে জানায়, ”নুয়ান জয়সাকে সাময়িক ভাবে নির্বাসিত করা হয়েছে। তাঁর এই নির্বাসন এখন থেকেই শুরু হচ্ছে।” শ্রীলঙ্কার প্রাক্তন পেসার জয়সা ১ নভেম্বর থেকে ১৪ দিন সময় পাচ্ছেন তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের উত্তর দেওয়ার জন্য। তার আগে এ নিয়ে আর কোন মন্তব্য করা হবে না বলেও জানিয়ে দিয়েছে আইসিসি।

যে সব ধারায় জয়সার বিরুদ্ধে আইসিসি অভিযোগে এনেছে সেগুলো হল: ২.১.১ – যেখানে সরাসরি ফিক্সিং করার চেষ্টা বা অন্যায়ভাবে আন্তর্জাতিক ম্যাচের ফলাফলকে প্রভাবিত করার কথা বলা হয়েছে। ২.১.৪ – যেখানে সঙ্গী ক্রিকেটারকে দুর্নীতিতে উৎসাহিত করার প্রলোভন দেখানোর কথা বলা আছে। ২.৪.৪ – আইসিসি’র এই ধারায় দুর্নীতি সংক্রান্ত প্রস্তাব পেয়েও তা গোপন করার কথা বলা আছে।

শ্রীলঙ্কার হয়ে ৩০টি টেস্ট এবং ৯৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন নুয়ান জয়সা। ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কা দলের বোলিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন তিনি।

সম্প্রতি আইসিসি’র দুর্নীতি দমন শাখার কর্তারা জানিয়েছিলেন, তাঁরা তদন্তের জন্য শ্রীলঙ্কায় আছেন। সেই তদন্ত নিয়ে শ্রীলঙ্কার সরকারকেও জানানো হয়েছে।