ভিন্ন স্বা‌দের খবর

বিক্রি হচ্ছে আস্ত একটা গ্রাম, দাম উঠল ১৩ কোটি টাকা

By daily satkhira

November 01, 2018

অনলাইন ডেস্ক: কয়েক সপ্তাহ আগে একটি ই-কমার্স সংস্থায় নিজের বান্ধবীকে বিক্রি করার বিজ্ঞাপন দিয়ে হইচই ফেলেছিলেন এক যুবক। তারও আগে বোতলের মধ্যে বন্দী করা ব্রিটনি স্পেয়ার্সের বাবলগাম অথবা কুমারিত্ব বিক্রির বিজ্ঞাপনও তাক লাগিয়েছিল। এবার সেই তালিকায় জুড়ে গেল আস্ত একটা গ্রামের নাম। নিউজিল্যান্ডের দুনেদিন থেকে ১৮০ কি.মি. উত্তরে ওই গ্রামটির নাম লেক ওয়েটাকি ভিলেজ।

সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, ১৯৩০ সালে পার্শ্ববর্তী একটি বাঁধ নির্মাণ প্রকল্পের কাজে কর্মরত শ্রমিক-কর্মচারীদের জন্য ওই গ্রামটি গড়ে উঠেছিল। ১৯৮০ সাল নাগাদ বাঁধের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার দীর্ঘ দিন বাদে সেটিকে আর পর্যবেক্ষণের কোন প্রয়োজন ছিল না। ফলে ওই গ্রামের বাসিন্দারা একে একে গ্রাম ছেড়ে চলে যান। সেই থেকে লেক ওয়েটাকি গ্রাম হয়ে পড়ে পরিত্যক্ত। কিন্তু সেখানে রয়ে যায় রেস্তোঁরা, লজ এবং গাড়ি পার্কিংয়ের জায়গাগুলো। এখনও অক্ষত অবস্থায় রয়েছে ৮টি বাড়িও। সেই গ্রামটিকেই পর্যটনের কাজে লাগাতে চাইছে সে দেশের পর্যটন ব্যবসায়ীরা। সংবাদ মাধ্যমের দৌলতে ওই গ্রামের নিলামে উঠেছে সাড়ে ১৩ কোটি। কিন্তু ইচ্ছে থাকলেও আইনের কাছে আপাতত থমকে রয়েছে গ্রামবিক্রির গল্প।