জাতীয়

প্রধানমন্ত্রীকে ১৭০ গ্রাম ওজনের শাড়ি উপহার

By daily satkhira

November 01, 2018

অনলাইন ডেস্ক: ঐতিহ্যবাহী ঢাকাই জামদানির ১৭০ গ্রাম ওজনের একটি শাড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। বৃহস্পতিবার (১ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই ঐতিহ্যবাহী ঢাকাই জামদানির ১৭০ গ্রাম ওজনের একটি শাড়ি তুলে দেয়া হয়। ‘২০০ বছরের ঐতিহ্য নতুন করে ফিরিয়ে আনার প্রকল্প’ বাস্তবায়ন করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ঢাকাই ঐতিহ্যের কথা এলেই সবার আগে আসে মসলিন কাপড়ের নাম। সেই মসলিন বিলুপ্ত হয়েছে বহু বছর আগে। তবে এখনও টিকে আছে জামদানি শাড়ি। আনুমানিক দুশ বছর আগের ঐতিহ্যবাহী ঢাকাই জামদানি শাড়ি নতুন করে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে বেশ কিছু দিন আগেই। প্রধানমন্ত্রীকে দেয়া এ শাড়িটি ৩০০ কাউন্ট সুতায় বানানো হয়েছে।