স্বাস্থ্য

শিমুল গাছের উপকারিতা

By daily satkhira

November 01, 2018

স্বাস্থ্য কণিকা: শিমুল গাছকে আমরা অনেকেই শুধু তুলা গাছ মনে করি। শিমুল গাছের গুণাবলী আমরা অনেকেই জানি না। জানি না শিমুল গাছ দিয়ে কি কি রোগের চিকিৎসা করা যায়। আজ আপনাদের শিমুল গাছের ঔষধি গুণ নিয়ে আলোচনা করব—

রোগ চিকিৎসায় শিমুল গাছ: বিভিন্ন রোগের চিকিৎসায় শিমুল গাছের ব্যবহার সম্পর্কে নিচে আলোচনা করা হলো—

ফোঁড়া: ফোঁড়া হলে শিমুল গাছের ছাল ধুয়ে বেটে, তার ওপর প্রলেপ দিলে উপকার হয়।

যৌবনকালে শুক্রাণু স্বল্পতা: চারা শিমুলগাছের মূল বেটে সাত থেকে দশ গ্রাম নিয়ে তার সঙ্গে একটু চিনি মিশিয়ে দু’বেলা খেলে শুক্রাণু স্বল্পতা দূর হবে।

পোড়া ঘা: শিমুল তুলা নিয়ে তাতে শিমুল গাছের ছাল অর্থাৎ মোচরস দিয়ে ভিজিয়ে পোড়া ঘায়ে দিন, ঘা সেরে যাবে।

রক্ত আমাশয়: শিমুলের ছাল ‍চুর্ণ করে এক থেকে দুই গ্রাম মাত্রায় নিয়ে, ছাগল দুধের সঙ্গে মিশিয়ে দু’বেলা খাওয়ালে উপকার হবে।