বিনোদনের খবর: ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়ম শেকসপিয়রের অমর সৃষ্টি ‘রোমিও এন্ড জুলিয়েট’ নাটক। প্রেমের এই বিয়োগাত্মক নাটক বিশ্বজুড়ে সমাধিত হয়ে আসছে। সারাবিশ্বে মঞ্চে বারবার উপস্থাপিত হয়েছে। এসেছে রূপালী পর্দাতেও। নাটকটি নিয়ে হলিউডে নির্মিত হয়েছে ‘রোমিও+জুলিয়েট’ নামে একটি ছবি, এবার তা দেখা যাবে বাংলায়। হলিউডে ১৯৯৬ সালে মুক্তি পায় ‘রোমিও+জুলিয়েট’। ছবিটিতে রোমিও চরিত্রে অভিনয় করেন অস্কারজয়ী অভিনেতা, টাইটানিকের ‘জ্যাক’ লিওনার্দো ডিক্যাপ্রিও। জুলিয়েট চরিত্রে অভিনয় করেন ক্লেয়ার ডেইন্স। তাঁদের এ জুটির রসায়ন সাড়া ফেলেছিল সারাবিশ্বে। শেকসপিয়রের নাটকের মতো এ ছবিটির আবেদনও কমেনি। যার ফলশ্রুতিতে এবার বাংলায় ডাবিং করা হল ছবিটির। বাংলায় ডাবিং করা ‘রোমিও + জুলিয়েট’ শুক্রবার (২ নভেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে।
‘রোমিও + জুলিয়েট’ এ অভিনয়ের জন্য লিওনার্দো ডিক্যাপ্রিও ১৯৯৭ সালে ৪৭তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ‘গোল্ডেন বিয়ার’ পুরস্কার জিতেন। আর পরিচালক লুরমান আলফ্রেড ‘বাউয়ের’ পুরস্কার লাভ করেন।