আন্তর্জাতিক

ট্রাম্পের বিপক্ষে অবস্থান স্পিকারের

By daily satkhira

November 01, 2018

বিদেশের খবর: অন্য দেশের বাসিন্দা ও অননুমোদিত অভিবাসীদের সন্তান যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মালেই আমেরিকান নাগরিক হতে পারবে না- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে নির্বাহী আদেশ জারির পরিকল্পনার বিপক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান। শুধু তাই নয়, বিষয়টির নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন কংগ্রেসের এ শীর্ষ রিপাবলিকান রাজনীতিক। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার নিয়ম বাতিল করতে শিগগিরই নির্বাহী আদেশ জারির হুশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে মঙ্গলবার কেনটাকি রেডিও স্টেশনকে এক সাক্ষাৎকারে ট্রাম্পের এ পরিকল্পনার তীব্র বিরোধিতা করে পল রায়ান বলেন, ‘কলমের এক খোঁচায় জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল করতে পারেন না তিনি। এটি গ্রহণযোগ্য নয়।’ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা বেশিরভাগ মানুষই আইনগতভাবে মার্কিন নাগরিকত্ব পায়। যুক্তরাষ্ট্রের সংবিধান এবং আদালতের সিদ্ধান্তেই এ অধিকার সংরক্ষিত আছে। অথচ মঙ্গলবার এক্সিওস নিউজকে এক সাক্ষাৎকারে দেশে জন্মসূত্রে নাগিরকত্বের প্রচলিত নিয়ম বদলাতে কংগ্রেসের অনুমোদন না নিয়েই একতরফাভাবে নির্বাহী আদেশ জারি করবেন বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেন, ‘বিশ্বে আমরাই একমাত্র দেশ, যেখানে একজন ব্যক্তি আসেন, একটি সন্তান নেন আর এই সন্তান সব ধরনের সুযোগ-সুবিধাসহ ৮৫ বছরের জন্য মার্কিন নাগরিকত্ব পেয়ে যায়। এটি হাস্যকর। এ নিয়ম শেষ করার সময় এসেছে।’

অপর দিকে ট্রাম্পের উদ্দেশ্যে রায়ান বলেন, ‘নির্বাহী আদেশ জারি করেই জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব কেড়ে নেয়া যাবে না। আপনি এ কাজ করতে পারেন না।’