আশাশুনি

আশাশুনিতে যুব উন্নয়ন দিবসের অনুষ্ঠানে ডাঃ আ ফ ম রুহুল এমপি

By daily satkhira

November 01, 2018

মোস্তাফিজুর রহমান/বিএম আলাউদ্দীন : বিশ্বের উন্নত দেশগুলো যখন কর্মক্ষম জন সংখ্যার অভাবে ভুগছে তখন আমাদের দেশের জন্য সুযোগের দরজা খুলে গেছে। বিশ্বে কর্মক্ষম জনসংখ্যা যখন অর্ধেকের নিচে নেমে এসেছে ঠিক সে সময়ে আমাদের দেশ ৩য় বিশ্বের কর্মক্ষম জনসংখ্যার দিক থেকে এগিয়ে আছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা সংখ্যাতাত্বিক বোনসকালের সুবিধা ভোগ করছে বাংলাদেশ। প্রতিটি দেশের জন্য একটিবার এ সুবিধা কাজে লাগানোর সুযোগ আসে। এ সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশকে আর কখনও পিছনের দিকে ফিরে তাকানোর প্রয়োজন হয় না। এ সংখ্যাতাত্বিক বোনসকালকে কাজে লাগিয়ে দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যাওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব উন্নয়ন অধিদপ্তরের ন্যাশনাল সার্ভিস তারই একটি দৃষ্টান্ত এবং সঠিক সময়ের সঠিক সিদ্ধান্তের বাস্তবায়ন। শুধু এখানেই শেষ নয়, দেশের উন্নয়নের জন্য আওয়ামীলীগ সরকার প্রতিটি সেক্টরে অভাবনীয় উন্নয়নের কাজ করে যাচ্ছেন। এসকল উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়নের জন্য শুধু মাত্র সময়ের প্রয়োজন। এসকল দীর্ঘ মেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে আবারও নৌকা প্রতিককে জয়যুক্ত করে শেখ হাসিনাকে সরকার গঠনের সুযোগ দিতে হবে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর আলহাজ্ব ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার জিএম আজিজুল হকের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে প্রধান অতিথি যুব উন্নয়নের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও যুব ঋণ বিতরণ করেন। পরে আশাশুনির বহুল আকাঙ্খিত বাইপাস সড়ক, মহিলা কলেজের নতুন ভবন, আশাশুনি সরকারী কলেজের নতুন ভবন, মুক্তিযোদ্ধা ভবন সহ মোট ৫৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধান অতিথি। বিকালে আশাশুনির বড়দল-চাঁদখালীর কপোতক্ষ নদীর উপর নব নির্মিত বড়দল ব্রীজের উদ্বোধন করেন প্রধান অতিথি ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। উদ্বোধন শেষে ব্রীজের উপর এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর আলহাজ্ব ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। আশাশুনিতে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির সফর সঙ্গী, বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি ডাঃ আলহাজ্ব এস এম মোখলেছুর রহমান, আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি নীলকন্ঠ সোম, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, দিপংকর সরকার দীপ, আলমগীর আলম লিটন, আব্দুল আলিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক অসিম বরণ চক্রবর্তী।