ফিচার

প্রধানমন্ত্রীর বক্তব্যে বিশেষ সমাধান পাইনি: ড. কামাল

By Daily Satkhira

November 02, 2018

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীন জোটের সঙ্গে সংলাপের পর জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সংলাপে প্রধানমন্ত্রীর বক্তব্যে তারা বিশেষ কোনও সমাধান পাননি।

বৃহস্পতিবার রাতে গণভবনে ওই সংলাপ শেষে ড. কামাল হোসেন তার বেইলি রোডের বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

ড. কামাল বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে গিয়েছিলাম। প্রায় সাড়ে তিন ঘণ্টার মতো আমরা সেখানে ছিলাম। আমাদের নেতারা সবাই বক্তব্য দিয়েছেন। তারা নানা ধরনের অভিযোগের কথা বলেছেন। সরকারের বিভিন্ন বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। এরপর প্রধানমন্ত্রী লম্বা বক্তব্য দিয়েছেন। তবে আমরা সে বক্তব্যে বিশেষ কোনও সমাধান পাইনি।’

ড. কামাল বলেন, ‘আমরা সংলাপের সুযোগ পেয়েছি। আমরা আমাদের কথা বলে এসেছি উনাকে। উনি জানতে পেরেছেন। উনি উনার কথাগুলো বলেছেন। উনার মনের কথাও আমরা কিছুটা জানতে পেরেছি।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের অন্য নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ড. কামালের আহ্বানে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গণফোরামের কার্যকরি সভাপতি সুব্রত চৌধুরী। তিনি বলেন, ‘সংলাপের শুরুতে ড. কামাল হোসেন সূচনা বক্তব্য রেখেছেন। এরপর বিএনপি মহাসচিব ৭ দফা দাবি তুলে ধরেছেন।’

সভা-সমাবেশের বিষয়ে সুব্রত চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ঢাকাসহ সারাদেশে সভা-সমাবেশে কোনো বাধা থাকবে না। তিনি আইনশৃঙ্খলা বাহিনীতে নির্দেশ দিয়েছেন।’ রাজনৈতিক মামলা থাকলে তার তালিকা প্রধানমন্ত্রী চেয়েছেন জানিয়ে গণফোরামের এ নেতা বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) বলেছেন, ‘আপনারা তালিকা দেন। আমি অবশ্যই বিবেচনা করব যাতে হয়রানি না হয়।’

প্রধানমন্ত্রী উত্থাপিত দাবি-দাওয়া নিয়ে ভবিষ্যতে আলোচনার দ্বার খোলা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান সুব্রত।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী কী বলেছেন- সাংবাদিকরা এমন প্রশ্ন করলে বিএনপি মহাসচিব বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) সুনির্দিষ্ট কিছু বলেননি। তিনি বলেছেন, এ নিয়ে পরবর্তীতে আরও আলোচনা হতে পারে।’ বিএনপি কী এতে আশাবাদী- এমন প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমি তো ভাই বলেছি যে, আমি খুব সন্তুষ্ট নই।’

সংলাপে তাহলে কী অর্জন হলো- এই প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, ‘সব সময় কি সব অর্জন হয় না কি?’ এসময় জেএসডি সভাপতি ও ফ্রন্টের মুখপাত্র আ স ম আবদুর রব সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘এক দিনে সব অর্জন হয় না। আমরা ৭ দফা দিয়েছি, মানা না মানার দায়িত্ব সরকারের। আমাদের আন্দোলন চলবে।’

উল্লেখ্য এরআগে সংলাপ শেষে গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘আলোচনা ভালো হয়েছে।’