জাতীয়

আজ ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

By daily satkhira

November 02, 2018

দেশের খবর: ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনের অংশ হিসেবে আজ শুক্রবার নেত্রকোনায় ৩১টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ১২টি প্রকল্পের উদ্বোধন ও ১৯টির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন হতে যাওয়া প্রকল্পগুলো হচ্ছে- নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম, নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রীনিবাস, আটপাড়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন, কেন্দুয়া উপজেলায় ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হল, জেলার ফকিরের বাজার রোডে কংস নদীর উপর ২১০ মিটার গার্ডার ব্রিজ, নেত্রকোনা জেলা টেনিস ক্লাব, নেত্রকোনা- মদন-খালিয়াজুরী সড়কের ‘বালাই সেতু’ (দৈর্ঘ্য ৯৪.২৭৪ মিটার),শ্যামগঞ্জ- জারিয়া-বিরিশিরি-দুর্গাপুর সড়কের “শান্তিপুর সেতু’ (দৈর্ঘ্য ৩৬:৬০ মিটার), ব্রাহ্মণখালি সেতু” (দৈর্ঘ্য ৩৯.২৫ মিটার) ‘জারিয়া সেতু’ (দৈর্ঘ্য ২৩২.০০ মিটার),ও মগড়া সেতু (দৈর্ঘ্য ৭২.৯৫ মিটার), মোহনগঞ্জে মৎস্য অবতরণ কেন্দ্র, আটপাড়া ও খালিয়াজুরী উপজেলার শতভাগ বিদ্যুতায়ন।

এছাড়াও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাওয়া প্রকল্পগুলো হচ্ছে- শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা মেডিকেল কলেজ, নেত্রকোনা বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শ্যামগঞ্জ – জারিয়া – বিরিশিরি – দূর্গাপুর জেলা মহাসড়ককে জাতীয় মহাসড়ক মানে উন্নীতকরণ প্রকল্প, নেত্রকোনা – কলমাকান্দা সড়ক, নেত্রকোনা- বিশিউড়া- ঈশ্বরগঞ্জ (ভায়া গৌরীপুর) সড়ক উন্নয়ন প্রকল্প, মোহনগঞ্জ উপজেলার হাইজদা বাঁধের ঝুঁকিপুর্ণ স্থানসমূহ শক্তিশালীকরণ প্রকল্প, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্প, মোহনগঞ্জ উপজেলায় ৫শত আসন বিশিষ্ট অডিটোরিয়াম, নেত্রকোনায় বিএডিসি’র ৩ হাজার মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন প্রি-ফেব্রিকেটেড স্টিল সার গুদাম, শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র, মোহনগঞ্জ পৌরসভার শিশু পার্ক ও চল্লিশা হেনা ইসলাম কলেজ। নেত্রকোনা জেলা প্রশাসক মঈন-উল ইসলাম জানান, শুক্রবার নেত্রকোনার ১২টি উন্নয়ন প্রকল্প ও ১৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে নেত্রকোনা জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী ময়মনসিংহে যাওয়ার ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।