খেলা

হঠাৎই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন আজহার

By daily satkhira

November 02, 2018

খেলার খবর: হঠাৎ করেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের আজহার আলি। মূলত টেস্ট ক্রিকেটে অধিক মনোযোগী হতেই এমন সিদ্ধান্ত ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১১ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় আজহার আলির। পাকিস্তানের হয়ে এই ফরম্যাটে ৫৩টি ম্যাচ খেলেন তিনি। ২০১৫ সালে অধিনায়কের দায়িত্ব পান। তবে পারফরম্যান্সের কারণে নেতৃত্বের পাশাপাশি দলে জায়গাও হারিয়ে ফেলেন।

আজহারের পক্ষ থেকে একটি ঘনিষ্ট সূত্রটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘টেস্ট ক্রিকেটে অধিক মনোযোগ দিতেই ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন আজহার। তিনি মনে করেন, দলের তরুণরা এখন খুব ভালো ক্রিকেট খেলছে, তারাই দলকে সামনে এগিয়ে নিতে পারবে।’

ক্যারিয়ারে ৫৩ ওয়ানডেতে ৩৬.৯ গড়ে ১৮৪৫ রান করেন আজহার। আছে ৩টি সেঞ্চুরি ও ১২টি হাফসেঞ্চুরি।