রাজনীতি

১৮ রকমের খাবার দিয়ে ঐক্যফ্রন্ট নেতাদের আপ্যায়ন করেছেন প্রধানমন্ত্রী

By Daily Satkhira

November 02, 2018

রাজনীতির খবর: ১৮ রকমের খাবার দিয়ে গণভবনে সংলাপে অংশ নেওয়া জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের আপ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ শুরু হয়। সংলাপে ১৪ দলীয় জোটের ২৩ সদস্যের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিপরীতে জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন।

গণভবনের খাবার পরিবেশনকারীরা জানান, সংলাপে ১৮টি পদের খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। সংলাপের শুরুতে অতিথিদের ফলের জুস, বাদাম ও চিপস দিয়ে স্বাগত জানানো হয়। এরপর মাঝে ভারী খাবার দেয়া হয়। সবশেষে ডেজার্ট পরিবেশন করা হয়।

গণভবন সূত্রে জানা গেছে, এই খাবারের বেশির ভাগ খাবার আনা হয়েছে হোটেল ইন্টার কন্টিনেন্টাল থেকে। চিজ কেক আনা হয়েছে হোটেল র‌্যাডিসন থেকে। খাসির রেজালা আনা হয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন থেকে। মোরগ পোলাও রান্না করেছে পিয়ারু বাবুর্চি।

সন্ধ্যা ৭টায় সংলাপের শুরুতেই অতিথিদের সামনে দেওয়া হয় কমলা লেবু, আপেল ও তরমুজের শরবত এবং চিপস। এরপর আলোচনা শুরু হয়। আলোচনার ফাঁকে ফাঁকে খাবার সরবরাহ চলতে থাকে।

অতিথিদের ফ্রেস জুস (মাল্টা, আনারস, জলপাই ও তরমুজ), কর্ন স্যুপ (চিংড়ি বাদ), মিক্সড নুডুলস (চিংড়ি বাদ), মিক্সড সবজি, বিফ শিক কাবাব, মাটন রেজালা, চিকেন ইরানি কাবাব, চিতল মাছর কোপ্তা কারি, রুই মাছের দোপেয়াজা, মোরগ পোলাও, বাটার নান, সাদা ভাত, দুই (টক ও মিষ্টি), চিজ কেক, মিক্সড সালাদ, ক্যান কোক, চা/কফি ও পাটি সাপটা পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।