খেলা

প্রথম টেস্টে পরীক্ষা-নিরীক্ষা করবে না বাংলাদেশ

By daily satkhira

November 02, 2018

খেলার খবর: প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই হেলাফেলা করছে না বাংলাদেশ। প্রথম টেস্ট জিতেই সিরিজে এগিয়ে যেতে চায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। তাই সাকিব-তামিমের অনুপস্থিতিতে দল নিয়ে প্রথম টেস্টে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে চায় না বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে সকাল সাড়ে ৯টায়। আজ সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানান, সেরা একাদশই সাজানো হবে।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রথম ম্যাচে আমরা সম্ভাব্য সেরা একাদশ নিয়ে খেলব। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি যে ফরম্যাটই হোক, প্রথম ম্যাচ সব সময়ই গুরুত্বপূর্ণ। আর আমরা সব সময় বিশ্বাস করি যে, আমাদের শুরুটা যখন ভালো হয়, আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি। তো সেরা একাদশটিই খেলার সুযোগ পাবে। কোনো পরীক্ষা-নিরীক্ষা হলে সেটা দ্বিতীয় টেস্টে হতে পারে।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট নিয়ে গতকাল সন্তোষ প্রকাশ করেছিলেন টাইগার কোচ স্টিভ রোডস। এমন স্পোর্টিং উইকেটে কেমন একাদশ চান রিয়াদ? একটু রহস্য রেখেই অধিনায়ক বললেন, ‘আজ সকালে উইকেট দেখেছি। আগামীকাল সকালেও দেখব। কিছুটা ড্রাই আছে এই মুহূর্তে। মাঝে কিছু ঘাস রয়েছে। তবে এই মুহূর্তে আমরা খুব একটা নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে আমরা দুই পেসার ও দুই স্পিনার কিংবা তিন স্পিনার ও এক পেসার নিয়েও খেলতে পারি।’

এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো টেস্ট দলে আছেন মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক ও সৈয়দ খালেদ আহমেদ। সাকিব-তামিমের না থাকা সবার জন্য সুযোগ বলে মনে করেন মাহমুদউল্লাহ, ‘তামিম-সাকিব যেহেতু নেই সবার জন্য এটা সমান সুযোগ। আমার জন্যও তাই। আমরা সুযোগটাকে কিভাবে দেখছি এবং আমরা কতটুকু উদগ্রীব আছি পারফর্ম করার জন্য সেটা দেখার বিষয়। এই চ্যালেঞ্জ আমাদের নিতে হবে। খেলোয়াড়রা সবাই সুযোগের অপেক্ষায় আছে এবং সবাই ভালো পারফরম্যান্সের জন্য অপেক্ষা করছে।’