বিদেশের খবর: পাকিস্তানের প্রভাবশালী নেতা ও ‘তালেবানদের জনক’ খ্যাত সামি উল-হক (৮০) তাঁর নিজ বাড়ি রাওয়ালপিন্ডিতে খুন হয়েছেন। গতকাল শুক্রবার তাঁকে ছুড়ি দিয়ে হত্যা করা হয়। তাঁর পরিবারের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যক এ তথ্য জানিয়েছে। সামি উল হকের ছেলে হামিদ উল-হক জিও টিভিকে জানান, নিজ ঘরে বিশ্রাম নেয়ার সময়ে তাঁর পিতাকে হত্যা করা হয়। নিরাপত্তারক্ষীরা ঘর থেকে ১৫ মিনিটের জন্য বের হয়ে গেলে সে সময়ে খুন হন তিনি। উল্লেখ্য, পাকিস্তানের দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসার প্রধান ছিলেন সামি উল-হক। মাদ্রাসাটি পাকিস্তানের খাইবার-পাখতুনতোয়া প্রদেশের আফগানিস্তান সীমান্তে অবস্থিত। মোল্লা ওমর সহ তালেবানদের প্রথম সারির অনেকে নেতাই ওই মাদ্রাসায় পড়েছিলেন। এ কারণে তাঁকে তালেবান আন্দোলনের প্রধান নেপথ্য পুরুষ হিসেবে অভিহিত করা হয়। সূত্র: বিবিসি, আল-জাজিরা