কালিগঞ্জ

ছিনতাইকালে জনতার হাতে আটক দুই ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

By Daily Satkhira

January 05, 2017

ভ্রাম্যমাণ প্রতিনিধি(কালিগঞ্জ) : কালিগঞ্জে এক মাছ ব্যবসায়ীর নিকট থেকে টাকা ছিনতাইকালে জনতা দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উজায়মারী গ্রামের মৃত বাবর আলী কারিকরের ছেলে। ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত ওই মাছ ব্যবসায়ী  আব্দুল্লাহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে কালিগঞ্জের খাঁনবাহাদুর আহছান উল্লা (রহঃ) সেতুর নিচে অবস্থিত ‘সাথী ফিস’ এর মালিক পিয়ার আলীর ছোট ভাই বিশিষ্ট মাছ ব্যবসায়ী আব্দুল্যাহ কারিকর প্রতিদিনের ন্যায় সাথী ফিস্ থেকে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি দুদলী চরের বিল তৈয়েবের বাড়ির ভাগাড় নামক স্থানে পৌছালে মৌতলা ইউনিয়নের নরহরকাটি গ্রামের ফজলুর রহমানের ছেলে ও মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শেখ মাহমুদুল হাসান মুন্না (১৬) ও মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের হযরত আলী গাজীর ছেলে ট্রাকের হেলপার হাবিব গাজী (১৬) মাছ ব্যবসায়ী আব্দুল্যাহ কারিকরের পথরোধ করে। এসময় ওই দুই ছিনতাইকারী আব্দুল্যাহ কারিকরের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে তার কাছে থাকা ৫২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় তার চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে ওই দুই ছিনতাইকারীকে আটক করে এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধার করে। তারা আহত অবস্থায় মাছ ব্যবসায়ী আব্দুল্যাহ কারিকরকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উত্তেজিত জনতা ওই দুই ছিনতাইকারীকে স্থানীয় ইউপি সদস্য মনুরুজ্জামান মনোয়ারের মাধ্যমে থানায় খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কার জায়াদুল হক বলেন এ ঘটনায় আব্দুল্লার বড় ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।