সাতক্ষীরা

খেজুরডাঙ্গী ও বকচরা স্কুলের ৫৮ ছোটবন্ধু’র মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ

By daily satkhira

November 03, 2018

নিজস্ব প্রতিবেদক : আমরা বন্ধু’র উদ্যোগে খেজুরডাঙ্গী ও বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৫৮ ছোটবন্ধু’র মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরার স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু সদর উপজেলার লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের মাঝে এ উপহার প্রদান করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবা সরকার উপস্থিত থেকে ৫ম শ্রেণির ৩০ জন পরীক্ষার্থীর মাঝে এ উপহার প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রোকনুজ্জামান, তহমিনা আক্তার, আমরা বন্ধু’র সদস্য মফিজুল ইসলাম, শামছুন্নাহার, নুরুল হুদা, শারমিন আক্তার প্রমুখ। উপহার পেয়ে পরীক্ষার্থী বিক্রম আদিত্য সরকার বলে, বড় বন্ধুদের এই উপহার আমার পড়াশুনার গতি বাড়িয়ে দিবে। বন্ধুরা আমাদের কাছে ভাল কিছু আশা করে। আমার সবাই পরীক্ষায় ভাল রেজাল্ট করবো। বাবা, মা, স্যার, ম্যাডাম ও বড়বন্ধুদের মুখ উজ্জল করবো। পরীক্ষার্থী ফারহানা ইয়াছমিন বলে, এমন উপহার আমি প্রথম পেলাম। আমাদের উপহার দেওয়ার জন্য বড় বন্ধুদের অনেক ধন্যবাদ। এর আগে সোমবার (২৯ অক্টোবর) সকালে সদর উপজেলার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮জন সমাপনী পরীক্ষার্থীর মাঝে উপহার প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা সুলতানা উপস্থিত থেকে পরীক্ষার্থীদের মাঝে এ উপহার বিতরণ করেন। ২০১৫ সাল থেকে এ সংগঠনটি সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ দিতে শিক্ষা উপকরণ হিসেবে খাতা কলম উপহার দিয়ে আসছে।