জাতীয়

তফসিল ঘোষণা ও ইভিএম নিয়ে সিদ্ধান্ত আজ

By daily satkhira

November 04, 2018

দেশের খবর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) -এর ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিকেলে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার ( ৩ নভেম্বর) সন্ধ্যার পর ইসি’র ৩৮তম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। বৈঠক শেষে সচিব বলেন, চলতি সপ্তাহে তফসিল ঘোষণা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি ইসির রয়েছে। সে বিষয়ে রবিবার ( ৪ নভেম্বর) বিকেলে ইসির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, আজকের সভায় অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধিমালা চূড়ান্ত করা হয়েছে। কেউ অনলাইনে মনোনয়নপত্র জমা দিলে তাকে সশরীরে রিটার্নিং কর্মকর্তার অফিসে হাজির হতে হবে না। ইভিএম বিষয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে ইসির বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে রবিবারের বৈঠকে আবারও আলোচনা হবে।

একাদশ সংসদ নির্বাচনের তফসিল প্রসঙ্গে তিনি বলেন, রবিবার বিকেল চারটায় একটি বৈঠক করে আলোচনা করা হবে। এখানে ভোটের তারিখ নয়, মনোনয়নপত্র দাখিল, বাছাই ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। তফসিল নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত হবে। আশাকরি, এ সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। ইসি সচিবালয়ের প্রস্তুতি অনুযায়ী ১৮ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন নির্বাচনের ভোট গ্রহণ হতে পারে বলে জানান তিনি।