ফিচার

সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকের সাথে জড়িতদের কোন ছাড় নেই -ওসি মোস্তাফিজুর রহমান

By daily satkhira

November 04, 2018

নিজস্ব প্রতিবেদক: জেলা শহরে অবস্থিত পলাশপোল এলাকায় সম্প্রতি গভীর রাতে স্বশস্ত্র সন্ত্রাসী বাহিনীর উপস্থিতির প্রতিক্রিয়ায় আইনশৃঙ্খলা বজায় রাখতে সদর থানা পুলিশের সাথে স্থানীয় জনসাধারনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে পলাশপোল জামে মসজিদ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। সভায় ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের সাথে জড়িতদের কোন ছাড় নেই। সন্ত্রাসী যারাই হোক তাদের খুঁজে বের আইনের আওতায় আনা হবে। তিনি এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন প্রতিটি বাড়ির সামনে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করতে হবে। রাস্তার পাশে ঝোপঝাড় পরিস্কার করতে হবে। যারা বাসা ভাড়া দেন তারা অবশ্যই ভাড়াটিয়াদের জাতীয় পরিচয়পত্রের কপি নিয়ে রাখতে হবে। এছাড়াও আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রত্যন্ত এলাকা থেকে জামাত-বিএনপির নেতাকর্মীরা যদি এলাকায় ঘরভাড়া করে আত্মগোপন করে থাকে তাহলে তাদের ব্যাপারেও সজাগ থাকার আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সদর থানার ইন্সপেক্টর আবুল কালাম, পলাশপোল জামে মসজিদের সাধারণ সম্পাদক শামছুল আলম খান, পৌর আওয়ামীলীগের যুুগ্ম সম্পাদক আঃ আনিস খান চৌধুরী বকুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ আলী সুজন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের চিত্র পত্রিকার সহ-সম্পাদক রবিউল ইসলাম, দৈনিক কালের চিত্র পত্রিকার মফ:স্বল বার্তা সম্পাদক মেহেদী আলী সুজয়, সাংবাদিক মাসুদ আলী, সাংবাদিক হাসানুজ্জামান হাসান, পলাশপোল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ শহিদুল ইসলাম, এড. ওসমান আলী, খলিলুর রহমান খান, মোঃ আবুল হোসেন সরদার, শাহাজাহান আলী, আজহারুল ইসলাম মুকুল, মোঃ মোকছেদ আলী, আশিকুজ্জামান খান, আশরাফুল ইসলাম বাবুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, শহরের পলাশপোল এলাকায় দৈনিক কালের চিত্রের মফঃস্বল বার্তা সম্পাদক মেহেদী আলী সুজয় ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের বাড়ির সামনে ২৮ সেপ্টেম্বর পত্রিকা অফিসের কাজ শেষে বাড়ি ফিরে নিজ বাড়ির সামনে দা বাহিনীর সামনে পড়েন মেহেদী আলী সুজয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি সেলাই রেন্জ উদ্ধার করে। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেন ঘটনাস্থলের সম্মুখের বাসিন্দা ও যুদ্ধাপরাধ মামলার সাক্ষী সাংবাদিক হাফিজুর রহমান মাসুম। ঘটনার তিনদিন অতিবাহিত হতে না হতেই গত ১ অক্টোবর গভীর রাতে আবারও ওই দা বাহিনীর হুমকির সম্মুখিন হন এক নৈশ প্রহরী। এঘটনার ১ মাস যেতে না যেতে গত ২ নভেম্বর সাংবাদিক মেহেদী আলী সুজয়ের বাড়ির পেছনে ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের চিত্রের সহ-সম্পাদক রবিউল ইসলামের বাড়ির সামনে রাত ৩টার দিকে আবারও ওই বাহিনীর সদস্যরা অবস্থান নেয় বলে প্রত্যক্ষদর্শী পলাশপোল তেঁতুলতলা এলাকার মৃত শরিতুল্যাহর স্ত্রী মনোয়ারা বেগম জানান। মনোয়ারা বেগম আরো বলেন, বুধবার দিবাগত রাত তিনটার দিকে তার বাড়ির বেড়ার পাশে কয়েকজন মানুষের আওয়াজ শুনতে পেয়ে তিনি কারা ওখানে? এমন প্রশ্ন করলে ওই সন্ত্রাসীরা বলে চিৎকার করবি না। চিৎকার করলে জবাই করার হুমকি দেন তারা। এঘটনায় এলাকায় আতংঙ্ক বিরাজ করছে।