বিনোদনের খবর: প্রতি বছর সর্বোচ্চ করদাতাকে ট্যাক্স কার্ড দিয়ে থাকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবারও ২০১৭-১৮ সেশনের সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড প্রদান করা হচ্ছে। আর সর্বোচ্চ করদাতার এই তালিকায় আছেন শোবিজ অঙ্গনের ছয় তারকা। রবিবার (৪ নভেম্বর) ‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)’ এর বিধান অনুযায়ী সর্বোচ্চ করদাতাদের তালিকা প্রকাশ করেছে এনবিআর। প্রকাশিত গেজেট অনুযায়ী অভিনয়শিল্পীর মধ্যে সর্বোচ্চ কর দিয়ে অভিনেতা ও অভিনেত্রী ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন আবুল হায়াত, অনন্ত জলিল ও মাহফুজ আহমেদ।
অন্যদিকে গায়ক-গায়িকা ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন কণ্ঠশিল্পী রুনা লায়লা, এসডি রুবেল ও তাহসান। এনবিআর জানিয়েছে, আগামী ১২ নভেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা জানানো হবে।