খেলার খবর: সিলেট টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে জিম্বাবুয়ে।
চারিকে জীবন দিলেন অপু
দ্রুত জিম্বাবুয়েকে গুটিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামা বাংলাদেশ হারিয়েছে শুরুর জুটি ভাঙার সুযোগ। আবু জায়েদ চৌধুরীর বলে ব্রায়ান চারির ক্যাচ ছেড়েছেন নাজমুল ইসলাম অপু।
দিনের তৃতীয় ওভারের প্রথম বলে আসে সুযোগ। চারির কাটে ক্যাচ যায় পয়েন্টে। ডান দিকে ঝাঁপিয়ে বলের নাগাল পান অপু কিন্তু মুঠোয় জমাতে পারেননি ক্যাচ। সে সময় ১ রানে ব্যাট করছিলে চারি।
আগের রাতে বৃষ্টি হয়েছে। সিলেটের আকাশ মেঘে ঢাকা। এই কন্ডিশনে নতুন বলে কিছুটা সুবিধা পেতে পারেন পেসাররা। সেটা খুব একটা নিতে পারছে না বাংলাদেশ, দলে বিশেষজ্ঞ পেসার যে মাত্র একজন। আবু জায়েদ দারুণ চেষ্টা করছেন, সুযোগও তৈরি করেছেন কিন্তু তা কাজে লাগাতে পারেননি অপু।
জিম্বাবুয়েকে দেড়শ রানে থামানোর লক্ষ্য বাংলাদেশের
উইকেট নিষ্প্রাণ। স্পিনারদের জন্য নেই তেমন কোনো টার্ন। বাউন্স স্বাভাবিক, উইকেটে থামছে না বল। টিকে থাকতে চাইলে আউট করা কঠিন সিলেটের অভিষেক টেস্টের উইকেটে। তবে তাইজুল ইসলাম মনে করছেন, জিম্বাবুয়েকে দেড়শ রানের ভেতরে থামানো সম্ভব।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সকাল দশটায় শুরু হবে তৃতীয় দিনের খেলা।
দ্বিতীয় দিনের খেলা শেষে ১৪০ রানে এগিয়ে জিম্বাবুয়ে। তবে তাইজুল মনে করেন, এখনও খুব একটা পিছিয়ে পড়েননি তারা। বাঁহাতি এই স্পিনারের মতে, মন্থর উইকেটে প্রয়োজন ডিসিপ্লিনড বোলিং। সবাই সেটা করতে পারলে জিম্বাবুয়েকে কম রানে থামানো সম্ভব।
জিম্বাবুয়ের বোলিং কোচ ডগলাস হোন্ডো জানান, পুরো তৃতীয় দিন ব্যাটিং করতে চান তারা। বাংলাদেশকে দিতে চান যতটা সম্ভব বড় লক্ষ্য।
দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৮২
বাংলাদেশ ১ম ইনিংস: ৫১ ওভারে ১৪৩ (লিটন ৯, ইমরুল ৫, মুমিনুল ১১, শান্ত ৫, মাহমুদউল্লাহ ০, মুশফিকুর ৩১, আরিফুল ৪১*, মিরাজ ২১, তাইজুল ৮, অপু ৪, আবু জায়েদ ০; জার্ভিস ১১-২-২৮-২, চাটারা ১০-৪-১৯-৩, মাভুটা ৬-০-২৭-০, রাজা ১২-২-৩৫-৩, ওয়েলিংটন মাসাকাদজা ৮-২-২১-০, উইলিয়ামস ৪-০-৫-১)
জিম্বাবুয়ে ২য় ইনিংস: ২ ওভারে ১/০ (হ্যামিল্টন মাসাকাদজা ১*, চারি ০*; তাইজুল ১-০-১-০, অপু ১-১-০-০)