বিনোদনের খবর: মিউজিক ভিডিও শ্যুটিংয়ের অদ্ভূতুড়ে ঘটনার জন্ম দিয়েছে বিতর্কিত হিপ হপ গ্রুপ ‘ভাঙা বাংলা’। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্লাস্টিকের তৈরি নকল অস্ত্র নিয়ে গানের শুটিং করছিল তারা। এ জন্য নির্দিষ্ট একটি জায়গা ভাড়াও করেছিল। কিন্তু ওই অস্ত্রকে আসল অস্ত্র ভেবে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয় স্থানীয়রা। সঙ্গে সঙ্গেই চলে আসে হেলিকপ্টার, সোয়াট টিম। ঘটনাস্থল থেকে হপ গ্রুপটির সদস্যদের গ্রেফতার করা হয়। যুক্তরাষ্ট্রে প্রায়ই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সেদিকে ইঙ্গিত করে লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগের লেফটেন্যান্ড কেইথ গ্রিন বলেন, আমরা ভেবেছিলাম এসব সত্যিকারের অস্ত্র। এগুলো আসল ভেবে আমরা পূর্বসতর্কতামূলক অবস্থা গ্রহণ করতে গিয়েছিলাম। ‘ভাঙা বাংলা’র এক সদস্য বলেন, ক্যামেরা স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি জানি না তারা এটা কেন করেছে। এটা খুবই অপ্রয়োজনীয় ছিল এবং শুধু শুধু সময়ের অপচয়। গানের প্রযোজক পিটার মাদানা বলেন, সবকিছুই নকল ছিল। তারা সত্যিই খুব ভালো ছেলে। অতীতেও তারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল না। ‘ভাঙা বাংলা’র প্রথম মিউজিক ভিডিও ‘মাথাটা ফাটাও’ মুক্তি পায় এ বছর। ইউটিউব ও সোশাল মিডিয়ায় ভিডিওটি ২০ লাখেরও বেশিবার দেখা হয়েছে। এরপর তাদের আরও দুটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। সূত্র: দেশি হিপ হপ