কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ধানঘোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষক জাকির হোসেন চাঁন্দেরআলী গ্রামের মৃত মোজাম সরদারের ছেলে এবং ওই স্কুলের পঞম শ্রেনীর এক ছাত্রীর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ করেছেন ওই ছাত্রীর বাবা মোকছেদ এবং এলাকাবাসি। এদিকে সোমবার দুপুরে এলাকাবাসি অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে স্কুল ঘেরাও করে অবরোধ করতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে জেলা পুলিশের সার্কেল এসপি মেরিনা আখতার,কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ,কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মেদ সহ থানা পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসি ও ভুক্তভোগি শিক্ষার্থীর কাছে ঘটনার বিস্তারিত জেনে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। এলাকাবাসি ও ভুক্তভোগি ছাত্রীর অভিযোগে জানা যায়,দির্ঘদিন ধরে শিক্ষক জাকির হোসেন ক্লাসের ফাঁকে ও বাড়িতে পড়তে গেলে ওই ছাত্রীকে ডেকে নিয়ে শরীর স্পর্শ করতেন।আজ সোমবার টিফিনের সময় কেউ স্কুলে না থাকার সুযোগে কিশোরী ছাত্রীটিকে শরীরের বিভিন্ন স্পর্শকাতরস্থানে স্পর্শ করে এবং ধর্ষনের চেষ্টা করে। পরবর্তীতে মেয়ের মুখ থেকে এ ঘটনা শুনে তিনি ও গ্রামবাসি ওই লম্পট শিক্ষকের বিচার চেয়ে মামলা দায়ের করেন। এ ঘটনায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মেদ জানান-এলাকায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভের খবর পেয়ে ছাত্রীর পিতা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।