শিক্ষা

শিক্ষার গুনগত মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়

By daily satkhira

November 06, 2018

প্রেস বিজ্ঞপ্তি: শিক্ষার গুনগত মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে এ মতবিনিময় সভায় সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিএম শামসুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান। বক্তারা বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও মনকে বিকশিত করতে হলে পাঠ্যপুস্তকের বাইরের বইও পড়ার দিকে গুরুত্ব দিতে হবে। এটি শিক্ষার্থীদের দেহ ও মনের বিকাশের জন্য অত্যন্ত জরুরি। শুধুমাত্র পাঠ্যপুস্তক দিয়ে দক্ষ নাগরিক হওয়া যায় না। দক্ষ নাগরিক হওয়ার জন্য অবশ্যই পাঠ্যপুস্তকের বাইরের জ্ঞান অর্জন করতে হবে।’ এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুল জব্বার, মো. মিজানুর রহমান, আব্দুল লতিফ, আব্দুল হক, আমিনুর রহমান, এম ঈদুজ্জামান ইদ্রিস, হাসানুর রহমানসহ সদর উপজেলা শিক্ষক সমিতি ও সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।