কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটার সখিপুর সফল চিংড়ী সেবা কেন্দ্র নিরাপদ চিংড়ী উৎপাদনে ভূমিকা রাখার জন্য জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮ লাভ করেছে। সম্প্রতি ঢাকার সাভারের শেখ হাসিনা যুব সেন্টারে প্রধানমন্ত্রী শেক হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরষ্কার প্রদান করেন। জানা গেছে, সফল চিংড়ী সেবা কেন্দ্রটি দেবহাটা উপজেলার সখিপুর বাজারে ২০১৩ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়। এলাকার কিছু চিংড়ী ব্যবসায়ী নিজেদের উদ্যোগে এই সেবা কেন্দ্রটি গড়ে তোলেন। সেখান থেকে হাটি হাটি পা পা করে এই চিংড়ী সেবা কেন্দ্রটি নিরাপদ চিংড়ী উৎপাদনে ভূমিকা রাখা এবং ভোক্তাদের মাঝে নিরাপদ চিংড়ী পৌছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সফল চিংড়ী সেবা কেন্দ্রের কর্মকর্তারা জানান, সারাদেশ থেকে এই পুরষ্কার গ্রহনের জন্য ২হাজার ৫শত আবেদন জমা হয়। সেখান থেকে বাছাই করে ১০০ প্রতিষ্টানের নাম রাখা হয়। পরে আবারো চুড়ান্ত বাছাই ও পর্যালোচনা করে সারাদেশ থেকে ৩০ টি প্রতিষ্টানকে এই পুরষ্কার প্রদান করা হয়। উদ্ভাবন ও উদ্যোক্তা ক্যাটাগরিতে তাদের এই সফল চিংড়ী সেবা কেন্দ্রটির নাম চুড়ান্ত করে পুরষ্কার প্রদান করা হয়েছে বলে তারা জানান। এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে মানিক চন্দ্র বাছাড়, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মুকুল ইসলাম, কোষাধ্যক্ষ অনিমেষ সরকার ও কার্য্যকরী সদস্য হিসেবে বাবুরাম মন্ডল দায়িত্ব পালন করছেন। তারা তাদের প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে সকলের সহযোগীতা কামনা করেছেন।