শ্যামনগর

শ্যামনগরে গণতন্ত্রের বিজয় দিবস পালন

By daily satkhira

January 05, 2017

শ্যামনগর ব্যুরো: শ্যামনগরে গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় গণতন্ত্রের বিজয় দিবস পালিত হয়েছে। গত ৫ জানুয়ারি শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দারের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আ‘লীগের সহ-সভাপতি গাজী আনিসুজ্জামান আনিচ, প্রেসক্লাব ও সদর আ‘লীগ সভাপতি জি এম আকবর কবীর,  ইউপি চেয়াম্যান এ্যাডঃ শোকর আলী ,যুবলীগ নেতা প্রভাষক মোশারফ হোসেন, আ‘লীগ নেতা সিরাজুল ইসলাম, গাজী কামরুল ইসলাম,সোহেল রানা, হাচিম সরদার,আতিয়ার রহমান,কৃষকলীগ নেতা আনিছুর রহমান,ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান, প্রজন্মলীগ সেক্রেটারী মেহেদী হাসান মারুফ,জাকির হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি এমপি জগলুল হায়দার বলেন, আজ গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় বিজয় দিবস, এ দিনটি সমুন্নত রাখতে জননেত্রী শেখ হাসিনার ভূমিকা বাংলার জনগণ কখনও ভুলবে না বা ভুলতে পারে না,বিএনপি – জামায়াত দেশকে অকার্যকর করতে চেয়েছিল কিন্তু তা পারেনি, সে কারনে ৫ ই জানুয়ারি গণতন্ত্র বিজয় হয়েছিল।