সাতক্ষীরা

সাতক্ষীরায় গভীর রাতে মিউজিশিয়ান শুভ’র উপর সন্ত্রাসী হামলা

By daily satkhira

November 08, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় গভীর রাতে শুভ নামে এক মিউজিশিয়ানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত ১টার দিকে শহরে হরিজন পল্লীতে কালি পূজা উপলক্ষে একটি কনসার্ট শেষ হওয়ার পরে তার উপর হামলা করে অমি ও প্রমি নামে দুই যুবকের নেতৃত্বে ৬/৭ জন। হামলায় গুরুত্বর আহত মিউজিশিয়ান শরিফ আহম্মেদ শুভ কে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে। সূত্র জানায়, সাতক্ষীরার আশাশুনির কাদাকাটি এলাকার মোঃ আলাউদ্দিন’র ছেলে শরিফ আহম্মেদ শুভ একজন মিউজিশিয়ান পাশাপাশি তিনি ব্যান্ড তরি নামের একটি একাডেমীর পরিচালক। গত এক বছর আগে শহরের রেজিষ্ট্রি অফিস পাড়ার মোঃ বেলাল হোসেনের মেয়ে সঙ্গীত শিল্পী সাবরিনা ইয়াছমিন প্রমার সাথে বিয়ে হয়। বিয়ের ২মাস পরে প্রমা শুভকে ডিভোর্স দেয়। তাদের বিচ্ছেদ হলেও দু’জনই সঙ্গিত জগতের হওয়ায় পেশাদারিত্বের খাতিরে বিভিন্ন অনুষ্ঠানের তাদের মুখোমুখি হতে হতো। এনিয়েও দ্বন্দ শুরু হয় তাদের মধ্যে। একটি অনুষ্ঠানে একজন উপস্থিত হলে অন্যজন সেই অনুষ্ঠানে যেতেন না। এরই জের ধরে ও পূর্ব শত্রুতার কারনে বুধবার দিবাগতরাতে মিউজিশিয়ান শুভকে বেধড়ক মারপিট করে তালাকপ্রাপ্ত স্ত্রীর দুই ভাই ও তার লোকজন। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন শরিফ আহম্মেদ শুভ জানান, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন পরিকল্পিতভাবে গভীর রাতে আকস্মিকভাবে আমার উপর লাঠি,সোটা নিয়ে হামলা করে শহরের রেজিষ্ট্রি অফিস পাড়ার মোঃ বেলাল হোসেনের ছেলে আল আমিন প্রমি ও আল হোসোইন অমি সহ ৬/৭জন যুবক। এসময় তারা আমাকে বেধড়ক মারপিট ও মাথায় আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি। পরে স্থানীয়রা আমাকে হাসপাতালে ভর্তি করে। তিনি আরো জানান, হামলার পরে তারা আমার গিটার,কিবোর্ডসহ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ছিনিয়ে নিয়েছে। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা রেকর্ড হয়েছে যার মামলা নং-০৯। এব্যাপারে সাবরিনা ইয়াছমিন প্রমার সাথে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব না হলেও তিনি তার স্বপক্ষে একটি ষ্টাটাস তার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে শুভ’র উপর হামলার নিন্দা জানিয়েছেন।