সাতক্ষীরা

মাছখোলা স্কুলের ছোট বন্ধুদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ

By daily satkhira

November 08, 2018

প্রেস বিজ্ঞপ্তি: স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু’র উদ্যোগে সদর উপজেলার মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছোটবন্ধুদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের মাঝে এ উপহার বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন আখতার সভাপতিত্বে অতিথি হিসেবে সাতক্ষীরা পিটিআই ইন্সট্রাক্টর (বিজ্ঞান) মো. আকবর হোসেন উপস্থিত থেকে ৫ম শ্রেণির ২৪ জন পরীক্ষার্থীর মাঝে এ উপহার তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম মোস্তাফা, আরিফা সুলতানা, রেশমা খাতুন, আব্দুল কাদের, আমরা বন্ধু’র অন্যতম সদস্য সাতক্ষীরা পিটিআই ইন্সট্রাক্টর (সাধারণ) দেবাশিষ বসু, নাঈম খান চৌধুরী, মফিজুল ইসলাম, শামছুন্নাহার, বাহলুল করিম, শাহিন বিল্লাহ, আবু রাইয়ান সাকিল, রাশেদ হোসেন প্রমুখ। উপহার পেয়ে পরীক্ষার্থী রুফাইদা জাহান বলে, বড়বন্ধুরা সারা বছর আমাদের খালা-কলম উপহার দিয়ে লেখাপড়ার উৎসাহ দিয়েছে। এবার পরীক্ষার জন্য উপহার দিয়েছে। এ উপহার পেয়ে আমরা খুব খুশি। পরীক্ষার্থী জাবিদ হাসান বলে, বড়বন্ধুদের দেওয়া উপহার আমাদের অনেক উপকারে আসবে। আমাদের উপহার দেওয়ার জন্য বড় বন্ধুদের অনেক ধন্যবাদ। এর আগে সংগঠনটি উপজেলার খেজুরডাঙ্গা ও বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৮ ছোটবন্ধুর হাতে এ উপহার প্রদান করেন। ২০১৫ সাল থেকে এ সংগঠনটি সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ দিতে শিক্ষা উপকরণ হিসেবে খাতা কলম উপহার দিয়ে আসছে।