সাতক্ষীরা

নির্মাণাধীন পেট্টোল পাম্প ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

By daily satkhira

August 31, 2016

প্রেস বিজ্ঞপ্তি॥ চাকুরি থেকে বহিস্কার করায় ক্ষিপ্ত হয়ে নির্মাণাধীন পেট্টোল পাম্প ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পাম্পের মালিক পুরাতন সাতক্ষীরা আরঙ্গজেবের পুত্র আব্দুল ওহাব। গতকাল দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি বলেন, আশাশুনি উপজেলার মৎস্যকাটী এলাকায় একটি পেট্টোল পাম্প স্থাপনের কাজ শুরু করেন। পাম্পটি কাজ দেখাশোনা করার জন্য সাতক্ষীরা সদর থানার ধুলিহর ব্রহ্মরাজপুরের মেল্লেকপাড়ার হাজি খলিলুর রহমানের ছেলে ফারুক হোসেন কে নিয়োগ প্রদান করে। নিয়োগের পর থেকে পাম্পের নির্মাণ কাজ করার জন্য ফারুক হোসেনের কাছে ৭০ লক্ষ টাকা প্রদান করে। কিন্তু দীর্ঘ ৮ মাস অতিবাহিত হলেও পাম্পটির কাজ পরিপূর্ণ না হওয়ায় আমি হতাশ হয়ে পড়েন তিনি। সে পাম্পের কাজে না লাগিয়ে প্রায় ৪০ লক্ষ টাকা আত্মসাত করে। কিন্তু ওহাব ফারুকের সাথে বিরোধে না জড়িয়ে ভালো ভাবে তাকে অন্য কাজ দেখে নেয়ার জন্য অনুরোধ করে মাসিক বেতনসহ আরো ১০ হাজার অতিরিক্ত দিয়ে তাকে চাকুরি থেকে অব্যাহতি প্রদান করেন।

চাকুরি থেকে অব্যাহতি দেওয়ার পর ফারুক ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্ন ভাবে হয়রানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নেশাগ্রস্তদের দিয়ে পাম্পে কর্মরত শ্রমিকদের হয়রানি করছে। এছাড়া ফারুক হোসেন ২ লক্ষ টাকা চাঁদা করে। চাঁদার টাকা না দিলে পাম্পের মধ্যে ফেন্সিডিল ঢুকিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হবে হুমকি দেয়। অপরদিকে ফারুক কে টাকা দিতে অস্বীকৃতি জানালে গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পাম্পে প্রবেশ করে ফারুকসহ তার ২জন সঙ্গী আমার পাম্পের বিভিন্ন স্থাপনা ভাংচুর করে। এবিষয়ে আমি আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই ফারুক মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করে। আব্দুল ওহাব ওই কুচক্রী ফারুকের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।