আশাশুনি ব্যুরো: আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতার পরিকল্পনা কালে ৩ জন সহ ৪ আসামীকে আটক করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের তত্ত্বাবধানে বুধবার দিবাগত রাতে আশাশুনি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে তাদেরকে আটক করা হয়। এসআই আকরাম হোসেন জমাদ্দার, এসআই মনজুরুল হাসান, এসআই নয়ন কুমার চৌধুরী, এসআই হাসানুজ্জামান, এসআই নূর মোহাম্মদ, এসআই ইসমাইল হোসেন, এসআই বিজন কুমার সরকার, পিএসআই আ. রাজ্জাক, এএসআই আনিসুর রহমান, এএসআই ফেরদৌস কবির এএসআই কবির হোসেন সহ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় উপজেলার পশ্চিম খাজরা সাকিনস্থ ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের একতলা ভবনের বারান্দায় সরকার উৎখাতের পরিকল্পনার অংশ হিসাবে নাশকতার পরিকল্পনা কালে শ্রীউলা গ্রামের মৃত. আমির আলীর পুত্র মফিজুল ইসলাম, গোয়ালডাঙ্গা গ্রামের মহররম মোড়লের পুত্র আজহারুল ইসলাম ওরফে আজগর মোড়ল ও দাদপুর গ্রামের মৃত. রাজা উল্লাহ বিশ্বাসের পুত্র আসানুর রহমানকে ২টি দুমড়ানো টিনের জর্দ্দার কৌটার অংশ, লোহার তৈরী ৬টি জালের কাটি, ৯টি বাইসাইকেলের বল ও বিভিন্ন সাইজের ছোট ছোট ৮টি কাচের টুকরাসহ হাতেনাতে গ্রেফতার করেন। পরবর্তীতে উক্ত আসামীদের বিরুদ্ধে আশাশুনি থানায় নাশকতা মামলা নং-০৬(১১)১৮ রুজু করা হয়। অপরদিকে, আশাশুনি থানার নন-এফআইআর প্রসিকিউশন নং-২৮/১৮ তারিখ ১০/০৯/১৮ ইং ধারা- অধর্তব্য ৫০৬(২) পি.পি নন জিআর ২৮/১৮(আশা) এর আসামী শ্রীধরপুর গ্রামের আমজেদ গাজীর পুত্র আনোয়ার হোসেনকে আটক করেন। আটককৃত সকল আসামীদেরকে বৃহস্পতিবার চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।