যশোর

যশোরে অভিযানে গিয়ে গ্রামবাসীর পিটুনিতে আহত ৪ ডিবি সদস্য

By Daily Satkhira

November 09, 2018

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার মাটিকোমরায় অভিযানে গিয়ে গ্রামবাসীর পিটুনিতে আহত হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) চার সদস্য।

বৃহস্পতিবার রাতে মারধরের পর স্থানীয়রা তাদের স্থানীয় বাকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে। তাদের মাইক্রোবাসও ভাংচুর করে।

আহতরা হলেন কনস্টেবল মুরাদ (৩৯), শিমুল (৩৫), শাওন (৩০) ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালক মামুন (৩২)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হাসান তুহিন সাংবাদিকদের বলেন, রাত ১২টা ৫ মিনিটে তাদেরকে হাসপাতালে আনা হয়। তারা সকলে মাথায় আঘাতপ্রাপ্ত।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন সাংবাদিকদের বলেন, “অভিযানে গিয়ে তারা আক্রান্ত হয়েছে। তবে বিস্তারিত এখনও জানা যায়নি।”

গ্রামবাসী জানায়, ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোবাসে করে আসা ৫/৬ জন মাটিকোমরা গ্রামের আজগর আলী ছেলে একাধিক মাদক মামলার আসামি জহিরুল ইসলামের কাছে যায়। এরপর তাকে নিয়ে গ্রামের বিভিন্ন জনকে আটকের ভয় দেখিয়ে টাকা আদায় করে। তখন গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে তাদের ধরে পিটুনি দেয়। জহিরুল পালিয়ে যান।

বিষয়টি নিয়ে যোগাযোগ করলে যশোর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, তিনি খবরটি শুনলেও মায়ের অসুস্থতার কারণে ঢাকায় থাকায় বিস্তারিত জানেন না।